হোসাইন ময়নুল, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

উল্লাপাড়া উপজেলা পদ্মা, যমুনা এবং এদের উপনদী দ্বারা বাহিত। এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া, ফুলজোর, জপজাপিয়া ইত্যাদি নদী। এই উপজেলার প্রাণকেন্দ্র উল্লাপাড়া মডেল থানার পেছনে অবস্থিত ফুলজোর নদী। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে বিনোদনের অন্যতম স্থান।
বর্ষায় বেড়েছে নদীর পানি। এখন এই নদীর পাড়ে গেলে চোখে পড়বে বন্ধু বা পরিবার–পরিজন নিয়ে ঘুরতে আসা অনেকে মানুষ। নতুন রূপের এই নদী হয়ে উঠেছে নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান। উল্লাপাড়া শহরে নির্মল পরিবেশে প্রশান্তির নিশ্বাস নেওয়ার জায়গা তেমনটা নেই। ঘন বসতির এই শহরে মুক্ত জায়গায় নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান নেই বলে এখানে আসেন ভ্রমণ পিপাসুরা। কর্মব্যস্ততা ভুলে নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য ঘুনতে আসেন তাঁরা।
নৌকা ভ্রমণে নগরের বিভিন্ন এলাকা থেকে আসতে দেখা যায় অনেককে। বিকেলে আকাশ মেঘলা, সঙ্গে মৃদু বাতাস। বৃষ্টিতে বেড়েছে পানি। নতুন পানিতে টইটম্বুর ফুলজোর নদী। দর্শনার্থীরা সেই পানিতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার দল বেঁধে গোসল করছেন নদীতে। অনেকে দল বেঁধে পাড়ে বসে গল্প করছেন, অনেকে হাঁটছেন। নদীর এই রূপ দেখে খুশি স্থানীয়রা ও নদীপাড়ে ঘুরতে আসা মানুষেরা। সকালের সময় নদী পাড়ে মানুষ কিছুটা কম থাকলেও বিকেল গড়াতে বাড়ে মানুষের ভিড়।
নদীর এই রূপ দেখতে দর্শনার্থীদের দেখে মাঝিদের মুখে হাসি ফুটেছে। কারণ নৌকাঘাট থেকে দর্শনার্থীরা ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ান নদীর বুকে। ঘণ্টার ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা। তবে বিকেলে ভাড়া কিছুটা বেশি দাবি করেন মাঝিরা।
নদীর এই রূপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই এই স্থানটিকে জিরো পয়েন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। খানিকটা প্রশান্তির পরশ পেতে এ স্থানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঘুরতে আসেন সময়ে-অসময়ে।
প্রশান্তির পরশ বুলাতে ভিড় করেন মধ্য বয়সী, শিশু, শুধু প্রেমিক যুগল, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ। দোকানিরাও দোকান সাজিয়ে বসেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে। দোকানিদের বেচা বিক্রিও বেশ ভালো বলে জানা গেছে। ভালো লাগার কারণে সন্ধ্যা হয়ে আসলেও এখানে সময় কাটাতে দেখা গেছে দর্শনার্থীদের। পরিবার নিয়ে একদিনের স্বাস্থ্যকর সফরে বিভোর হওয়ার নাম এই ফুলজোর নদীর জিরো পয়েন্ট। কৃত্রিম ও অকৃত্রিম দৃশ্যে অভিনব এই জিরো পয়েন্ট। মধ্যরাত পর্যন্ত ঘোরার পরিবেশ নেই বলে পর্যটকরা সন্ধ্যা রাতেই ঘরে ফেরেন। খুব শিগগিরই এই জিরো পয়েন্ট কে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসু ও এলাকাবাসীর।

উল্লাপাড়া উপজেলা পদ্মা, যমুনা এবং এদের উপনদী দ্বারা বাহিত। এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া, ফুলজোর, জপজাপিয়া ইত্যাদি নদী। এই উপজেলার প্রাণকেন্দ্র উল্লাপাড়া মডেল থানার পেছনে অবস্থিত ফুলজোর নদী। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে বিনোদনের অন্যতম স্থান।
বর্ষায় বেড়েছে নদীর পানি। এখন এই নদীর পাড়ে গেলে চোখে পড়বে বন্ধু বা পরিবার–পরিজন নিয়ে ঘুরতে আসা অনেকে মানুষ। নতুন রূপের এই নদী হয়ে উঠেছে নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান। উল্লাপাড়া শহরে নির্মল পরিবেশে প্রশান্তির নিশ্বাস নেওয়ার জায়গা তেমনটা নেই। ঘন বসতির এই শহরে মুক্ত জায়গায় নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান নেই বলে এখানে আসেন ভ্রমণ পিপাসুরা। কর্মব্যস্ততা ভুলে নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য ঘুনতে আসেন তাঁরা।
নৌকা ভ্রমণে নগরের বিভিন্ন এলাকা থেকে আসতে দেখা যায় অনেককে। বিকেলে আকাশ মেঘলা, সঙ্গে মৃদু বাতাস। বৃষ্টিতে বেড়েছে পানি। নতুন পানিতে টইটম্বুর ফুলজোর নদী। দর্শনার্থীরা সেই পানিতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার দল বেঁধে গোসল করছেন নদীতে। অনেকে দল বেঁধে পাড়ে বসে গল্প করছেন, অনেকে হাঁটছেন। নদীর এই রূপ দেখে খুশি স্থানীয়রা ও নদীপাড়ে ঘুরতে আসা মানুষেরা। সকালের সময় নদী পাড়ে মানুষ কিছুটা কম থাকলেও বিকেল গড়াতে বাড়ে মানুষের ভিড়।
নদীর এই রূপ দেখতে দর্শনার্থীদের দেখে মাঝিদের মুখে হাসি ফুটেছে। কারণ নৌকাঘাট থেকে দর্শনার্থীরা ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ান নদীর বুকে। ঘণ্টার ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা। তবে বিকেলে ভাড়া কিছুটা বেশি দাবি করেন মাঝিরা।
নদীর এই রূপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই এই স্থানটিকে জিরো পয়েন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। খানিকটা প্রশান্তির পরশ পেতে এ স্থানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঘুরতে আসেন সময়ে-অসময়ে।
প্রশান্তির পরশ বুলাতে ভিড় করেন মধ্য বয়সী, শিশু, শুধু প্রেমিক যুগল, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ। দোকানিরাও দোকান সাজিয়ে বসেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে। দোকানিদের বেচা বিক্রিও বেশ ভালো বলে জানা গেছে। ভালো লাগার কারণে সন্ধ্যা হয়ে আসলেও এখানে সময় কাটাতে দেখা গেছে দর্শনার্থীদের। পরিবার নিয়ে একদিনের স্বাস্থ্যকর সফরে বিভোর হওয়ার নাম এই ফুলজোর নদীর জিরো পয়েন্ট। কৃত্রিম ও অকৃত্রিম দৃশ্যে অভিনব এই জিরো পয়েন্ট। মধ্যরাত পর্যন্ত ঘোরার পরিবেশ নেই বলে পর্যটকরা সন্ধ্যা রাতেই ঘরে ফেরেন। খুব শিগগিরই এই জিরো পয়েন্ট কে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসু ও এলাকাবাসীর।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪০ মিনিট আগে