সিরাজগঞ্জ প্রতিনিধি

সেলাই মেশিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. অনিক আহমেদের বিরুদ্ধে। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে মো. সাগর হোসেন নামে এক ভুক্তভোগী গত শনিবার রাতে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর সদরের ঘোষপাড়া মহল্লার মো. জহুরুল ইসলামের ছেলে মো. অনিক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার গরিব–অসহায় মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে সেলাই মেশিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, সৌর বিদ্যুৎ ও এসএসসি–এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন।
তাড়াশ পৌর সদরের বাজার পাড়ার মো. আজিজুল হকের ছেলে মো. সাগর হোসেনের মাধ্যমে এলাকার পাঁচজনের বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নেন। কিন্তু অনিক কার্ড করে দিতে না পারায় টাকা ফেরত চাইলে তিনি সাগরকে ভয়ভীতি দেখান। এরই পরিপ্রেক্ষিতে সাগর হোসেন তাড়াশ থানায় অনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়াও অভিযোগে তিনি উল্লেখ করেন, অনিক আহমেদ ৭ সেট সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে তাড়াশ গ্রামের মো. ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৫ হাজার টাকা, ৫ সেট সৌর বিদ্যুৎ বাবদ শান্ত হোসেনর কাছ থেকে ৩৫ হাজার টাকা, ৫ সেট সেলাইমেশিন বাবদ আলামিন সরকারের কাছ থেকে ১০ হাজার টাকা, ২ সেট সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে আসান বাড়ি গ্রামের কাজল প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা নেন।
স্থানীয়রা জানান, বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে এলাকায় নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করেন অনিক আহমেদ।
এ বিষয় অনিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ বলেন, ‘এই বিষয় এখনো কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি। আর দিলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘অনিকের টাকা আত্মসাতের অভিযোগটি আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকে তদন্তকাজ শুরু করেছি।’

সেলাই মেশিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. অনিক আহমেদের বিরুদ্ধে। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে মো. সাগর হোসেন নামে এক ভুক্তভোগী গত শনিবার রাতে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর সদরের ঘোষপাড়া মহল্লার মো. জহুরুল ইসলামের ছেলে মো. অনিক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার গরিব–অসহায় মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে সেলাই মেশিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, সৌর বিদ্যুৎ ও এসএসসি–এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন।
তাড়াশ পৌর সদরের বাজার পাড়ার মো. আজিজুল হকের ছেলে মো. সাগর হোসেনের মাধ্যমে এলাকার পাঁচজনের বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নেন। কিন্তু অনিক কার্ড করে দিতে না পারায় টাকা ফেরত চাইলে তিনি সাগরকে ভয়ভীতি দেখান। এরই পরিপ্রেক্ষিতে সাগর হোসেন তাড়াশ থানায় অনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়াও অভিযোগে তিনি উল্লেখ করেন, অনিক আহমেদ ৭ সেট সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে তাড়াশ গ্রামের মো. ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৫ হাজার টাকা, ৫ সেট সৌর বিদ্যুৎ বাবদ শান্ত হোসেনর কাছ থেকে ৩৫ হাজার টাকা, ৫ সেট সেলাইমেশিন বাবদ আলামিন সরকারের কাছ থেকে ১০ হাজার টাকা, ২ সেট সৌর বিদ্যুৎ দেওয়ার কথা বলে আসান বাড়ি গ্রামের কাজল প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা নেন।
স্থানীয়রা জানান, বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে এলাকায় নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করেন অনিক আহমেদ।
এ বিষয় অনিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ বলেন, ‘এই বিষয় এখনো কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি। আর দিলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘অনিকের টাকা আত্মসাতের অভিযোগটি আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকে তদন্তকাজ শুরু করেছি।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে