সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুতই যানজট নিরসনের আশা করছে পুলিশ।
ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসচালক আব্দুল জলিল বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে চার ঘণ্টা সময় লেগেছে। যানজটে পড়তে হয়নি। কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এসে যানজটে আটকে পড়েছি। তীব্র গরমের সঙ্গে যানজট যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।’
বাসযাত্রী শাহজামাল বলেন, ‘এক ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে আছি। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন বাড়ি ফিরব বলতে পারছি না।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ প্রচণ্ডভাবে বেড়েছে।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুতই যানজট নিরসনের আশা করছে পুলিশ।
ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসচালক আব্দুল জলিল বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে চার ঘণ্টা সময় লেগেছে। যানজটে পড়তে হয়নি। কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এসে যানজটে আটকে পড়েছি। তীব্র গরমের সঙ্গে যানজট যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।’
বাসযাত্রী শাহজামাল বলেন, ‘এক ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে আছি। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন বাড়ি ফিরব বলতে পারছি না।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ প্রচণ্ডভাবে বেড়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে