সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আমির চাঁন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
মৃত শিশু সালাম আলী শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২ আগস্ট বিকেলে আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও সালাম আলী ফুটবল খেলছিল। ফুটবল খেলা শেষে আমির চাঁন শিশু সালামকে কৌশলে তাঁর বাড়িতে আটক রাখেন। এরপর বিভিন্ন সময়ে তাঁর পরিবারের কাছে ১০ লাখ, ৩ লাখ ও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে চিরকুট ও চিঠি ফেলে রাখেন।
ঘটনার পর শিশুর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শিশুটির মা আম্বিয়া খাতুন ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার করলে অপহরণের কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে, পার্শ্ববর্তী আব্দুল লতিফ ও জাকিরুলের টয়লেটের কুয়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, ‘আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক আমির চাঁনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।’

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আমির চাঁন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
মৃত শিশু সালাম আলী শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২ আগস্ট বিকেলে আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও সালাম আলী ফুটবল খেলছিল। ফুটবল খেলা শেষে আমির চাঁন শিশু সালামকে কৌশলে তাঁর বাড়িতে আটক রাখেন। এরপর বিভিন্ন সময়ে তাঁর পরিবারের কাছে ১০ লাখ, ৩ লাখ ও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে চিরকুট ও চিঠি ফেলে রাখেন।
ঘটনার পর শিশুর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শিশুটির মা আম্বিয়া খাতুন ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার করলে অপহরণের কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে, পার্শ্ববর্তী আব্দুল লতিফ ও জাকিরুলের টয়লেটের কুয়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, ‘আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক আমির চাঁনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।’

ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২১ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে