তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীকে মারধর করেছে।
এদিকে বখাটে কর্তৃক প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী অটো ভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে এর প্রতিবাদ করে।
এতে বখাটেরা অটো ভ্যানের গতি রোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।
এদিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) আজকের পত্রিকাকে বলে, `প্রায়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।'
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে