নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় তারিকুল হাসান (৪০) নামে এক কলেজ প্রভাষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রভাষক উপজেলার পাচঁকাহনীয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের সামছুল হকের মেয়ে শিহাদ ফারজানা হকের (৩৭) বিয়ে হয় তারিকুল হাসানের সঙ্গে। সংসারে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের মেয়ের বাবা জামাতাকে নগদ তিন লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেন। কিন্তু পুনরায় তিনি নতুন করে আরও আট লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।
ছয় মাস আগে যৌতুকের টাকার জন্য তারিকুল ফারজানাকে মারধর করে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হলে ফারজানা সন্তানদের নিয়ে স্বামীর সংসারে চলে আসেন।
গত ৭ নভেম্বর তারিকুল যৌতুকের টাকার জন্য ফারজানাকে আবার মারধর করে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নেন।
বিষয়টি নিয়ে ফারজানা ৯ নভেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী তারিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানা-পুলিশকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেরপুরের নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় তারিকুল হাসান (৪০) নামে এক কলেজ প্রভাষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রভাষক উপজেলার পাচঁকাহনীয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের সামছুল হকের মেয়ে শিহাদ ফারজানা হকের (৩৭) বিয়ে হয় তারিকুল হাসানের সঙ্গে। সংসারে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের মেয়ের বাবা জামাতাকে নগদ তিন লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেন। কিন্তু পুনরায় তিনি নতুন করে আরও আট লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।
ছয় মাস আগে যৌতুকের টাকার জন্য তারিকুল ফারজানাকে মারধর করে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হলে ফারজানা সন্তানদের নিয়ে স্বামীর সংসারে চলে আসেন।
গত ৭ নভেম্বর তারিকুল যৌতুকের টাকার জন্য ফারজানাকে আবার মারধর করে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নেন।
বিষয়টি নিয়ে ফারজানা ৯ নভেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী তারিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানা-পুলিশকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে