ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা।
প্রতিমা শিল্পী সুরেশ পাল জানান, বাবা ছিরু পালের হাত ধরে এই কাজ শিখেছেন তিনি। তাঁর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় ২০ বছর ধরে এ পেশায় আছেন। এ বছর তিনি তিনটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদা মাটি, খড়, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সুরেশ পাল বলেন, 'মাটির কাজ শেষ শেষ করেছি। এখন বাকি রঙের কাজ।'
ডামুড্যা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিশর পাল বলেন, 'উপজেলার ছয়টি ভিন্ন ভিন্ন স্পটে মোট ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দেবী বন্দনা। অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে। ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা পূজা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, 'পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিম সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।'

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এরই মধ্যে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা পূজা।
প্রতিমা শিল্পী সুরেশ পাল জানান, বাবা ছিরু পালের হাত ধরে এই কাজ শিখেছেন তিনি। তাঁর মারা যাওয়ার পর থেকে তিনি প্রায় ২০ বছর ধরে এ পেশায় আছেন। এ বছর তিনি তিনটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। তিনি জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদা মাটি, খড়, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সুরেশ পাল বলেন, 'মাটির কাজ শেষ শেষ করেছি। এখন বাকি রঙের কাজ।'
ডামুড্যা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিশর পাল বলেন, 'উপজেলার ছয়টি ভিন্ন ভিন্ন স্পটে মোট ছয়টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দেবী বন্দনা। অনুষ্ঠান পাঁচ দিন ধরে চলবে। ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা পূজা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, 'পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিম সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক মাঠে কাজ করবেন।'

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে