শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুপুর ১২টা থেকে পরে আছে এক বৃদ্ধের মরদেহ। সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের করিডরে বৃদ্ধের নিথর দেহ পরে থাকলেও কোন স্বজন বা পরিচিতজনের দেখা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১২টার দিকে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বৃদ্ধকে ফেলে রেখে যায়। বিষয়টি নজরে এলে হাসপাতালের নার্স ও ব্রাদার বৃদ্ধকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আকরাম এলাহী বৃদ্ধকে মৃত শনাক্ত করেন।
খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে হাসপাতালে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকরাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘নার্স ও ব্রাদাররা বৃদ্ধকে জরুরি বিভাগের বাইরে পরে থাকতে দেখে জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা করে দেখতে পাই তিনি মারা গেছেন। ধারণা করছি তখন থেকে আরও দেড় থেকে দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁর পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করছি। পরিচয় না পাওয়া গেলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।’

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুপুর ১২টা থেকে পরে আছে এক বৃদ্ধের মরদেহ। সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালের করিডরে বৃদ্ধের নিথর দেহ পরে থাকলেও কোন স্বজন বা পরিচিতজনের দেখা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১২টার দিকে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বৃদ্ধকে ফেলে রেখে যায়। বিষয়টি নজরে এলে হাসপাতালের নার্স ও ব্রাদার বৃদ্ধকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আকরাম এলাহী বৃদ্ধকে মৃত শনাক্ত করেন।
খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে হাসপাতালে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকরাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘নার্স ও ব্রাদাররা বৃদ্ধকে জরুরি বিভাগের বাইরে পরে থাকতে দেখে জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা করে দেখতে পাই তিনি মারা গেছেন। ধারণা করছি তখন থেকে আরও দেড় থেকে দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁর পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করছি। পরিচয় না পাওয়া গেলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে