প্রতিনিধি, কলারোয়া, (সাতক্ষীরা)

সাতক্ষীরার কলারোয়ায় আপন ভাই-ভাবি তাদের দুই শিশু সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছোট ভাই রায়হানুর রহমানকে ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়হানুর রহমান (৩৬) কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিষা গ্রামের শাহজাহান ডাক্তারের ছোট ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রায়হানুর বেকার হওয়ায় বড় ভাই শাহীনুরের সংসারে খাওয়া দাওয়া করত। শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ না করার কারণে গত বছরের ১০ জানুয়ারি তার স্ত্রী তালাক দিয়ে চলে যান। সংসারে টাকা দিতে না পারায় শাহীনুরের স্ত্রীও দেবর রায়হানুরকে মাঝে মাঝেই গালমন্দ করত।
এরই জের ধরে গত বছরের ১৪ অক্টোবর রাতে ভাই শাহীনুর রহমান (৪০), ভাবি সাবিনা খাতুন (৩০), তাদের ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে একই তাসমিন সুলতানাকে (৮) কোমল পানীয়র সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ায়। এরপর ভোর চারটার দিকে হাত ও পা বেঁধে তাদের একে একে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তাদের ৪ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে তাকে লাশের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত শাহীনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তে সিআইডি সন্দেহভাজন হিসেবে শাহীনুরের ভাই রায়হানুর রহমান, একই গ্রামের রাজ্জাক দালাল, আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রায়হানুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ২১ অক্টোবর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিলাস মন্ডলের কাছে রায়হানুর নিজেই হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বর্তমানে নিহত পরিবারে বেঁচে থাকা একমাত্র শিশু মারিয়াকে লালন পালন করছেন হেলাতলা ইউপি সদস্য নাছিমা খাতুন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আসামী রায়হানুর রহমানের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় গত ১৪ জানুয়ারী অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

সাতক্ষীরার কলারোয়ায় আপন ভাই-ভাবি তাদের দুই শিশু সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছোট ভাই রায়হানুর রহমানকে ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়হানুর রহমান (৩৬) কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিষা গ্রামের শাহজাহান ডাক্তারের ছোট ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রায়হানুর বেকার হওয়ায় বড় ভাই শাহীনুরের সংসারে খাওয়া দাওয়া করত। শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ না করার কারণে গত বছরের ১০ জানুয়ারি তার স্ত্রী তালাক দিয়ে চলে যান। সংসারে টাকা দিতে না পারায় শাহীনুরের স্ত্রীও দেবর রায়হানুরকে মাঝে মাঝেই গালমন্দ করত।
এরই জের ধরে গত বছরের ১৪ অক্টোবর রাতে ভাই শাহীনুর রহমান (৪০), ভাবি সাবিনা খাতুন (৩০), তাদের ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে একই তাসমিন সুলতানাকে (৮) কোমল পানীয়র সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ায়। এরপর ভোর চারটার দিকে হাত ও পা বেঁধে তাদের একে একে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তাদের ৪ মাসের শিশু মারিয়াকে হত্যা না করে তাকে লাশের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত শাহীনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তে সিআইডি সন্দেহভাজন হিসেবে শাহীনুরের ভাই রায়হানুর রহমান, একই গ্রামের রাজ্জাক দালাল, আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রায়হানুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ২১ অক্টোবর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিলাস মন্ডলের কাছে রায়হানুর নিজেই হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বর্তমানে নিহত পরিবারে বেঁচে থাকা একমাত্র শিশু মারিয়াকে লালন পালন করছেন হেলাতলা ইউপি সদস্য নাছিমা খাতুন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আসামী রায়হানুর রহমানের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় গত ১৪ জানুয়ারী অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় দেড় বছর ধরে পানি শোধনাগার বন্ধ থাকায় বিশুদ্ধ পানিসংকটে পড়েছেন অন্তত ৬০০ পরিবারের ২ হাজার মানুষ। শোধনাগার চালুর পর মাস দুয়েক পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁরা এ ভোগান্তিতে পড়েছেন।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৭ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে