প্রতিনিধি, সাতক্ষীরা

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। করোনায় মারা গেছেন ৭৫ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৩ ঘণ্টায় ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ১০২টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার শতকরা হার ২৮ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২০ জন ও উপসর্গ নিয়ে ২৫২ জন ভর্তি আছেন। এ ছাড়া বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন ও উপসর্গ নিয়ে ১২২ জন চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯০১ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। সাতক্ষীরার গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে সর্দি-কাশি-জ্বরের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সামাজিক সংক্রমণ ঠেকানো গেলে আমরা একটা সুবিধাজনক অবস্থায় থাকতাম। এ ছাড়া মাস্ক পড়ার বিষয়েও জনসাধারণের অনীহা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সিভিল সার্জন আরও বলেন, পরীক্ষার সংখ্যা সম্প্রতি বাড়ানো হয়েছে। অ্যান্টিজেন র্যাপিড টেস্ট আমরা এখন কাউন্ট করছি। করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেট করা ছাড়া বর্তমানে বিকল্প নেই।
এদিকে, লকডাউনের পঞ্চম দিনে অর্থাৎ আজ সকাল থেকে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। চলছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার জেলাব্যাপী ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬৮টি মামলায় ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ৩ জুন থেকে এ পর্যন্ত ৩২০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ২৮২টি মামলায় ১৩ লাখ ৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। করোনায় মারা গেছেন ৭৫ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৩ ঘণ্টায় ৩৫৩টি নমুনা পরীক্ষা করে ১০২টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার শতকরা হার ২৮ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২০ জন ও উপসর্গ নিয়ে ২৫২ জন ভর্তি আছেন। এ ছাড়া বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন ও উপসর্গ নিয়ে ১২২ জন চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯০১ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। সাতক্ষীরার গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে সর্দি-কাশি-জ্বরের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সামাজিক সংক্রমণ ঠেকানো গেলে আমরা একটা সুবিধাজনক অবস্থায় থাকতাম। এ ছাড়া মাস্ক পড়ার বিষয়েও জনসাধারণের অনীহা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সিভিল সার্জন আরও বলেন, পরীক্ষার সংখ্যা সম্প্রতি বাড়ানো হয়েছে। অ্যান্টিজেন র্যাপিড টেস্ট আমরা এখন কাউন্ট করছি। করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেট করা ছাড়া বর্তমানে বিকল্প নেই।
এদিকে, লকডাউনের পঞ্চম দিনে অর্থাৎ আজ সকাল থেকে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। চলছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার জেলাব্যাপী ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬৮টি মামলায় ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ৩ জুন থেকে এ পর্যন্ত ৩২০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ২৮২টি মামলায় ১৩ লাখ ৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে