প্রতিনিধি

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের রেকর্ড ভেঙে আজ বুধবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শতকরা হার ৫৯ শতাংশ। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৫৫ শতাংশ। আজ বুধবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন। জেলায় করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে।
গত ১ জুন থেকে ৭ দিনে সাতক্ষীরায় মোট ৯৩২ জনের পরীক্ষা করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসাবে ৫১ দশমিক ৩৯ ভাগ। এর পূর্বে মে মাসের ৩১ দিনে সাতক্ষীরা পিসিআর ল্যাবে ১৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসাবে ২২ দশমিক ৫১ ভাগ। এর পূর্বে ২০২০ সালের ২৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এক বছরে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয় ১৩১৩ জন।
এদিকে গত ১ জুন সাতক্ষীরা পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২ জুন ৯৪ জনে পাওয়া যায় ৫০ জন, ৩ জুন ৯৩ জনে পাওয়া যায় ৫০ জন, ৪ জুন ১৮৮ জনে করোনা পজিটিভ হয় ৮৯ জন। ৪ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন কোন নমুনা পরীক্ষা হয়নি। ৬ জুন ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের পজিটিভ পাওয়া যায়। ৭ জুন নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। পজিটিভ পাওয়া যায় ১০৩ জন। সর্বশেষ ৮ জুনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ জুন মাসের ১ তারিখ ছাড়া প্রতিদিনই শনাক্তের হার ছিল ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বর্তমানে ৫১৮জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে লকডাউন সফল করতে জেলাব্যাপী ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে অথবা চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে সকাল ১০টা পর্যন্ত পুলিশি তৎপরতা না থাকায় লোকসমাগম বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলেও ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। পুলিশি তৎপরতা বা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা দেখা যায়নি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় গতকাল মঙ্গলবারের রেকর্ড ভেঙে আজ বুধবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শতকরা হার ৫৯ শতাংশ। এর আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৫৫ শতাংশ। আজ বুধবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন। জেলায় করোনা পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে।
গত ১ জুন থেকে ৭ দিনে সাতক্ষীরায় মোট ৯৩২ জনের পরীক্ষা করে ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসাবে ৫১ দশমিক ৩৯ ভাগ। এর পূর্বে মে মাসের ৩১ দিনে সাতক্ষীরা পিসিআর ল্যাবে ১৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসাবে ২২ দশমিক ৫১ ভাগ। এর পূর্বে ২০২০ সালের ২৬ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এক বছরে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয় ১৩১৩ জন।
এদিকে গত ১ জুন সাতক্ষীরা পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২ জুন ৯৪ জনে পাওয়া যায় ৫০ জন, ৩ জুন ৯৩ জনে পাওয়া যায় ৫০ জন, ৪ জুন ১৮৮ জনে করোনা পজিটিভ হয় ৮৯ জন। ৪ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন কোন নমুনা পরীক্ষা হয়নি। ৬ জুন ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের পজিটিভ পাওয়া যায়। ৭ জুন নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। পজিটিভ পাওয়া যায় ১০৩ জন। সর্বশেষ ৮ জুনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ পাওয়া যায়। অর্থাৎ জুন মাসের ১ তারিখ ছাড়া প্রতিদিনই শনাক্তের হার ছিল ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বর্তমানে ৫১৮জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে লকডাউন সফল করতে জেলাব্যাপী ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে অথবা চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে সকাল ১০টা পর্যন্ত পুলিশি তৎপরতা না থাকায় লোকসমাগম বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলেও ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। পুলিশি তৎপরতা বা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা দেখা যায়নি।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে