রংপুর প্রতিনিধি

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২২ মিনিট আগে