রংপুর প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের সময় মাটির নিচ থেকে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকায় ঘৃনই নদী থেকে ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) । গতকাল শনিবার বিকেলে নাওগাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। এ সময় হঠাৎ মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সেগুলো কত দিন আগের তাৎক্ষণিকভাবে তা অনুমান করা যায়নি।
নুর আলম সিদ্দিক জানান, হাড়গুলো দেখে মনে হয়েছে এগুলো অনেক আগের। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারস্থলে কখনো কবরস্থানও ছিল না। কেউ কেউ বলছেন, কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা। তবে এখন পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, হাড়গোড়গুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো সেখানে সংরক্ষণ করা হবে। ডিএনএ পরীক্ষাও করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে তা মেলানো সম্ভব হবে বলে জানান তিনি।

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের সময় মাটির নিচ থেকে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকায় ঘৃনই নদী থেকে ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) । গতকাল শনিবার বিকেলে নাওগাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। এ সময় হঠাৎ মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সেগুলো কত দিন আগের তাৎক্ষণিকভাবে তা অনুমান করা যায়নি।
নুর আলম সিদ্দিক জানান, হাড়গুলো দেখে মনে হয়েছে এগুলো অনেক আগের। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারস্থলে কখনো কবরস্থানও ছিল না। কেউ কেউ বলছেন, কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা। তবে এখন পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, হাড়গোড়গুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো সেখানে সংরক্ষণ করা হবে। ডিএনএ পরীক্ষাও করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে তা মেলানো সম্ভব হবে বলে জানান তিনি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২৯ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে