কুড়িগ্রাম প্রতিনিধি

নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় নমুনা পরীক্ষার কিট নেই। তবে ঈদের ছুটির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। জেলার ৯টি উপজেলায় নমুনা সংগ্রহসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় বুধবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় নমুনা পরীক্ষার কিট নেই। তবে ঈদের ছুটির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। জেলার ৯টি উপজেলায় নমুনা সংগ্রহসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় বুধবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২২ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে