মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
দরিদ্রদের জীবনেও ঈদুল আজহা আসে। তবে তাদের ঈদ একটু ভিন্ন। পশু কোরবানি দেওয়ার সাধ্য নেই তাঁদের। কোরবানির ঈদের জন্য অপেক্ষা করেন অনেক দরিদ্র মানুষ। এক দিন মাংস-ভাত খাওয়ার ইচ্ছা পূরণ করতে সারা দিন বিভিন্ন পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে দুই-এক টুকরো করে মাংস সংগ্রহ করেন তাঁরা। এ কাজে বয়স্ক বৃদ্ধ-নারী-পুরুষের সঙ্গে শিশুদেরও দেখা যায়।
আজ শনিবার ঈদের দিন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকায় বিভিন্ন বাড়ির সামনে ব্যাগ হাতে অনেককেই ভিড় করতে দেখা যায়। যেসব বাড়িতে পশু কোরবানি হয়েছে, তাঁরা শুধু তাঁদের কাছে এক টুকরো মাংস চান। ফিরিয়ে দিলেও এসব দরিদ্র মানুষ বারবার হাত বাড়িয়ে যতটুকু সম্ভব মাংস দিতে আকুতি জানান।
কোরবানির মাংসের আশায় ঈদের সকালে খয়েরবাড়ী আশ্রয়ণ প্রকল্প থেকে পৌরসভা এলাকায় আসেন আসমা বেগম, অমিছা বেগম, নাসরিন বেগমসহ অনেকেই। অলিগলিতে পশু কোরবানির পর কোরবানিদাতারা যখন মাংস প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত, তখন এক দুই-টুকরো মাংসের আশায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ দল বেঁধে এদিক-ওদিক ছোটাছুটি করেন তাঁরা। অনেক সময় মাংস সংগ্রহ করতে গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন কেউ কেউ।
আসমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কোরবানির ঈদে আমাদের একটা হক আছে। কিন্তু বড়লোক মানুষ অনেকেই এটা মানতে চায় না। বাড়ির সামনে গেলে ফিরিয়ে দেয়। আবার কখনো কেউ ধাক্কা দিয়ে বের করে দেয়।’
আসমা বলেন, ‘মাংসের দাম বেশি। তাই সরা বছর গরুর মাংস কেনার সামর্থ্য হয় না। আমরাও মানুষ। আমাদেরও খেতে ইচ্ছে করে। তাই এক টুকরো মাংসের আশায় ঈদের দিনে ব্যাগ নিয়ে শহরে এসেছি।’
অমিছা বেগম বলেন, ‘সেই সকালে বাড়ি থেকে রওনা দিয়ে শহরে এসেছি। বাবা দুই-এক টুকরো মাংসের আশায়। আমাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। বিত্তবান মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে বছরের একটা দিন খেতে পারি।’
নাসরিন বেগম বলেন, ‘আমি আশ্রয়ণ প্রকল্পে থাকি। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য টাকায় সংসার চলে। মাংস খাওয়া কি আমাদের ভাগ্যে আছে। এই কোরবানির ঈদে অপেক্ষায় থাকি। মাংস সংগ্রহ করে স্বামী-সন্তানকে নিয়ে একবেলা খাব।’
মাংস সংগ্রহ করতে এসে ছামছুল মিয়া বলেন, ‘বড়লোকদের দরজার সামনে গেলে তাঁরা অনেকে মাংস দিতে চান না। কেউ কেউ মাংস নেই বলে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেন।’
পরিবারের বড়দের সঙ্গে আসা আট বছরের শিশু শেফালি বলে, ‘এখন পর্যন্ত এক কেজি মাংস পেয়েছি। দেখি আর কতটুকু পাওয়া যায়। এই মাংস বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে এক বেলা মজা করে ভাত খেতে পারব।’
আরিফুল ইসলাম নামের আরেক শিশু বলে, ‘আমরা যেখানে ভালোভাবে এক বেলা খেতেই পাই না, সেখানে গরুর মাংস খাওয়া তো স্বপ্নের ব্যাপার। মাংস সংগ্রহ করতে এসেছি। যা পাব, বাড়িতে নিয়ে মা-বাবাকে নিয়ে একবেলা খাব।’
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার বলেন, ‘অনেক দরিদ্র মানুষ সারা বছর কোরবানির ঈদের জন্য অপেক্ষা করে থাকেন। নুন আনতে যাদের পান্তা ফুরায়, মাংস কেনা যাদের কাছে বিলাসিতা, এই কোরবানি ঈদে তাদের স্বপ্ন জাগে এক বেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার। তাই একটু সহানুভূতি দেখিয়ে কোরবানির পশুর মাংসের একটি অংশ এসব মানুষকে দেওয়া উচিত।’
দরিদ্রদের জীবনেও ঈদুল আজহা আসে। তবে তাদের ঈদ একটু ভিন্ন। পশু কোরবানি দেওয়ার সাধ্য নেই তাঁদের। কোরবানির ঈদের জন্য অপেক্ষা করেন অনেক দরিদ্র মানুষ। এক দিন মাংস-ভাত খাওয়ার ইচ্ছা পূরণ করতে সারা দিন বিভিন্ন পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে দুই-এক টুকরো করে মাংস সংগ্রহ করেন তাঁরা। এ কাজে বয়স্ক বৃদ্ধ-নারী-পুরুষের সঙ্গে শিশুদেরও দেখা যায়।
আজ শনিবার ঈদের দিন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকায় বিভিন্ন বাড়ির সামনে ব্যাগ হাতে অনেককেই ভিড় করতে দেখা যায়। যেসব বাড়িতে পশু কোরবানি হয়েছে, তাঁরা শুধু তাঁদের কাছে এক টুকরো মাংস চান। ফিরিয়ে দিলেও এসব দরিদ্র মানুষ বারবার হাত বাড়িয়ে যতটুকু সম্ভব মাংস দিতে আকুতি জানান।
কোরবানির মাংসের আশায় ঈদের সকালে খয়েরবাড়ী আশ্রয়ণ প্রকল্প থেকে পৌরসভা এলাকায় আসেন আসমা বেগম, অমিছা বেগম, নাসরিন বেগমসহ অনেকেই। অলিগলিতে পশু কোরবানির পর কোরবানিদাতারা যখন মাংস প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত, তখন এক দুই-টুকরো মাংসের আশায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ দল বেঁধে এদিক-ওদিক ছোটাছুটি করেন তাঁরা। অনেক সময় মাংস সংগ্রহ করতে গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হন কেউ কেউ।
আসমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কোরবানির ঈদে আমাদের একটা হক আছে। কিন্তু বড়লোক মানুষ অনেকেই এটা মানতে চায় না। বাড়ির সামনে গেলে ফিরিয়ে দেয়। আবার কখনো কেউ ধাক্কা দিয়ে বের করে দেয়।’
আসমা বলেন, ‘মাংসের দাম বেশি। তাই সরা বছর গরুর মাংস কেনার সামর্থ্য হয় না। আমরাও মানুষ। আমাদেরও খেতে ইচ্ছে করে। তাই এক টুকরো মাংসের আশায় ঈদের দিনে ব্যাগ নিয়ে শহরে এসেছি।’
অমিছা বেগম বলেন, ‘সেই সকালে বাড়ি থেকে রওনা দিয়ে শহরে এসেছি। বাবা দুই-এক টুকরো মাংসের আশায়। আমাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। বিত্তবান মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে বছরের একটা দিন খেতে পারি।’
নাসরিন বেগম বলেন, ‘আমি আশ্রয়ণ প্রকল্পে থাকি। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য টাকায় সংসার চলে। মাংস খাওয়া কি আমাদের ভাগ্যে আছে। এই কোরবানির ঈদে অপেক্ষায় থাকি। মাংস সংগ্রহ করে স্বামী-সন্তানকে নিয়ে একবেলা খাব।’
মাংস সংগ্রহ করতে এসে ছামছুল মিয়া বলেন, ‘বড়লোকদের দরজার সামনে গেলে তাঁরা অনেকে মাংস দিতে চান না। কেউ কেউ মাংস নেই বলে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেন।’
পরিবারের বড়দের সঙ্গে আসা আট বছরের শিশু শেফালি বলে, ‘এখন পর্যন্ত এক কেজি মাংস পেয়েছি। দেখি আর কতটুকু পাওয়া যায়। এই মাংস বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে এক বেলা মজা করে ভাত খেতে পারব।’
আরিফুল ইসলাম নামের আরেক শিশু বলে, ‘আমরা যেখানে ভালোভাবে এক বেলা খেতেই পাই না, সেখানে গরুর মাংস খাওয়া তো স্বপ্নের ব্যাপার। মাংস সংগ্রহ করতে এসেছি। যা পাব, বাড়িতে নিয়ে মা-বাবাকে নিয়ে একবেলা খাব।’
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার বলেন, ‘অনেক দরিদ্র মানুষ সারা বছর কোরবানির ঈদের জন্য অপেক্ষা করে থাকেন। নুন আনতে যাদের পান্তা ফুরায়, মাংস কেনা যাদের কাছে বিলাসিতা, এই কোরবানি ঈদে তাদের স্বপ্ন জাগে এক বেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার। তাই একটু সহানুভূতি দেখিয়ে কোরবানির পশুর মাংসের একটি অংশ এসব মানুষকে দেওয়া উচিত।’
শুক্রবার (১৩ জুন) সকালে ঘাটে নোঙর করা দুটি ট্রলার থেকে ঝুড়িতে করে মাছ নামাতে দেখা যায় জেলে ও শ্রমিকদের। ক্রয়-বিক্রয়ের হাকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ অনেক কম থাকায় দাম ছিল আকাশছোঁয়া।
১০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারো বাড়ি সড়কের শিমুলতলা এলাকায় বাস চাপায় মিন্টু মিয়া নামে এক যুবক নিহত হন।
২০ মিনিট আগেপ্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহন রনগোপালদীর দিকে যাওয়ার সময় তানভীর নামের এক যুবক মোটরসাইকেলযোগে ৬–৭ জন সহযোগী নিয়ে বাসটিকে অনুসরণ করেন। পরে সিকদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার মাঝে গাছ ফেলে বাসের গতিরোধ করেন তারা।
১ ঘণ্টা আগেমানিকছড়ি উপজেলায় ৪৬৫ হেক্টর বাগানে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। উপজেলা কৃষি অফিস ও দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির তথ্যমতে, পাহাড়ি মাটি ও জলবায়ুর কারণে সব জাতের আম গাছে ফল আসার সময় ও পাকার সময় ভিন্ন হয়। ফলে পর্যায়ক্রমে হারভেস্ট চালানো যায়।
২ ঘণ্টা আগে