বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী প্রাচীন যুগ, মধ্যযুগ, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তৈরিকৃত নমুনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শেখ রাসেল মিডিয়া চত্বরের পাশে সারা দিনব্যাপী এসব স্থাপনার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল প্রথম দিনের প্রদর্শনী উদ্বোধন করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রাব্বানী।
তৈরিকৃত নমুনা স্থাপত্যের মধ্যে রয়েছে-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ম্যাপ, দিনাজপুরের কান্তজির মন্দির, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবনবিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঢাকার খান মোহাম্মদ মৃধার মসজিদ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, ঢাকার খাজা শাহবাজ মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, বগুড়ায় অবস্থিত বেহুলার বাসরঘরের গোকুল মেধ, বগুড়ার ভাসু বিহার প্রভৃতি।
প্রদর্শনী দেখতে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মকুল মিঞা বলেন, ‘এমন প্রদর্শনী সত্যিই প্রশংসনীয়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একসঙ্গে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেয়ে অনেক ভালো লাগছে।’
পুরো কাজের নেতৃত্ব দিয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী। তাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা ২০টি দলে বিভক্ত হয়ে প্রতি দলের ৭ জন করে সদস্য নিয়ে এসব প্রাচীন স্থাপত্যের নমুনা তৈরি করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনের চিরাচরিত নিয়ম ভেঙে একটু ভিন্ন ধারায় বাস্তবিক জ্ঞানার্জনের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।’
প্রদর্শনী পরিদর্শন করতে এসে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রভাষক মহুয়া শবনম বলেন, ‘ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ধরনের উদ্যোগ একটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের সবাইকে জানা দরকার দেশের কোথায় কোথায় এবং কী কী প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে।’
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী জানান, সশরীরে এসব জায়গায় না গিয়েও শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী প্রাচীন যুগ, মধ্যযুগ, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তৈরিকৃত নমুনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শেখ রাসেল মিডিয়া চত্বরের পাশে সারা দিনব্যাপী এসব স্থাপনার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল প্রথম দিনের প্রদর্শনী উদ্বোধন করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রাব্বানী।
তৈরিকৃত নমুনা স্থাপত্যের মধ্যে রয়েছে-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ম্যাপ, দিনাজপুরের কান্তজির মন্দির, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবনবিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঢাকার খান মোহাম্মদ মৃধার মসজিদ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, ঢাকার খাজা শাহবাজ মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, বগুড়ায় অবস্থিত বেহুলার বাসরঘরের গোকুল মেধ, বগুড়ার ভাসু বিহার প্রভৃতি।
প্রদর্শনী দেখতে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মকুল মিঞা বলেন, ‘এমন প্রদর্শনী সত্যিই প্রশংসনীয়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একসঙ্গে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেয়ে অনেক ভালো লাগছে।’
পুরো কাজের নেতৃত্ব দিয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী। তাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা ২০টি দলে বিভক্ত হয়ে প্রতি দলের ৭ জন করে সদস্য নিয়ে এসব প্রাচীন স্থাপত্যের নমুনা তৈরি করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনের চিরাচরিত নিয়ম ভেঙে একটু ভিন্ন ধারায় বাস্তবিক জ্ঞানার্জনের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।’
প্রদর্শনী পরিদর্শন করতে এসে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রভাষক মহুয়া শবনম বলেন, ‘ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ধরনের উদ্যোগ একটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের সবাইকে জানা দরকার দেশের কোথায় কোথায় এবং কী কী প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে।’
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী জানান, সশরীরে এসব জায়গায় না গিয়েও শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৬ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
৯ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে