ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারীরিক ও সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে মিষ্টি খাতুন (১৬) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামে এ ঘটনা ঘটে।
সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের মুকুল মিয়ার মেয়ে। ভুক্তভোগী মিষ্টি পার্শ্ববর্তী একটি ব্যাগ সেলাইয়ের দোকানে কাজ করত।
তরুণীর পরিবার সূত্রে জানা যায়, মিষ্টি খাতুন তার বাবার-মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে তার মায়ের কাছে থাকে। গত বুধবার সকালে প্রতিবেশী আছর উদ্দিনের ছেলে নাঈম সরকার ফাঁকা বাড়িতে মিষ্টিকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। শ্লীলতাহানির অভিযোগে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিচারকেরা বিষয়টির সমাধান করতে অপারগতা প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এদিকে ভুক্তভোগীর পরিবার যাতে আইনি পদক্ষেপ না নিতে পারে সে জন্য অভিযুক্ত নাঈমের পরিবার ওই তরুণীকে বিভিন্ন ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে শুরু করে। এমনকি সে বাড়ির বাইরে বের হলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোসহ ও গালমন্দ করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অভিযুক্ত নাঈম ও তাঁর পরিবারের সদস্যেরা ওই তরুণীকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মারধরের হুমকি দেয়। এরপরই তরুণী কাজে না গিয়ে ঘরে ফিরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ কারণে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সালিস বৈঠকে উপস্থিত থাকা ইউপি সদস্য সোহরাব আলী বলেন, ‘বিচারের একপর্যায়ে উভয় পক্ষের কাছে জানতে চাওয়া হয় তারা সালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবেন কিনা? এ সময় উভয় পক্ষ জানায় বিচার তাদের মনমতো হলে তারা মেনে নেবে। উভয় পক্ষের এমন মনোভাবের কারণে বিচারকেরা বিচার করতে পারেননি।’
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারীরিক ও সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে মিষ্টি খাতুন (১৬) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামে এ ঘটনা ঘটে।
সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের মুকুল মিয়ার মেয়ে। ভুক্তভোগী মিষ্টি পার্শ্ববর্তী একটি ব্যাগ সেলাইয়ের দোকানে কাজ করত।
তরুণীর পরিবার সূত্রে জানা যায়, মিষ্টি খাতুন তার বাবার-মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে তার মায়ের কাছে থাকে। গত বুধবার সকালে প্রতিবেশী আছর উদ্দিনের ছেলে নাঈম সরকার ফাঁকা বাড়িতে মিষ্টিকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। শ্লীলতাহানির অভিযোগে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিচারকেরা বিষয়টির সমাধান করতে অপারগতা প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এদিকে ভুক্তভোগীর পরিবার যাতে আইনি পদক্ষেপ না নিতে পারে সে জন্য অভিযুক্ত নাঈমের পরিবার ওই তরুণীকে বিভিন্ন ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে শুরু করে। এমনকি সে বাড়ির বাইরে বের হলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোসহ ও গালমন্দ করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অভিযুক্ত নাঈম ও তাঁর পরিবারের সদস্যেরা ওই তরুণীকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মারধরের হুমকি দেয়। এরপরই তরুণী কাজে না গিয়ে ঘরে ফিরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ কারণে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সালিস বৈঠকে উপস্থিত থাকা ইউপি সদস্য সোহরাব আলী বলেন, ‘বিচারের একপর্যায়ে উভয় পক্ষের কাছে জানতে চাওয়া হয় তারা সালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবেন কিনা? এ সময় উভয় পক্ষ জানায় বিচার তাদের মনমতো হলে তারা মেনে নেবে। উভয় পক্ষের এমন মনোভাবের কারণে বিচারকেরা বিচার করতে পারেননি।’
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৪ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৬ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে