কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মাদকসহ এক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানা থেকে প্রত্যাহার করে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আজ সোমবার (২৬ মে) অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান।
থানা পুলিশের সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা দুজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্রোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত এএসআই রনি মিয়া বলেন, ‘মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করব। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।’
আজ বেলা ২টার দিকে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘সাত কিংবা নয় বোতল ফেনসিডিল ও সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে সাসপেন্ড করাসহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।’

রংপুরের কাউনিয়ায় মাদকসহ এক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানা থেকে প্রত্যাহার করে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আজ সোমবার (২৬ মে) অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান।
থানা পুলিশের সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা দুজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্রোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত এএসআই রনি মিয়া বলেন, ‘মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করব। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।’
আজ বেলা ২টার দিকে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘সাত কিংবা নয় বোতল ফেনসিডিল ও সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে সাসপেন্ড করাসহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৩০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে