নীলফামারী প্রতিনিধি

টানা পঞ্চমবারের মতো নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নূর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৩৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা পেয়েছেন ২৫ হাজার ২০৫। সাদ্দাম হোসেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট। স্বতন্ত্র নির্বাচন করায় সিদ্দিকুল আলমকে জেলা জাতীয় পার্টির সহসভাপতি পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়।
আজ রোববার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

টানা পঞ্চমবারের মতো নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নূর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৩৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা পেয়েছেন ২৫ হাজার ২০৫। সাদ্দাম হোসেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট। স্বতন্ত্র নির্বাচন করায় সিদ্দিকুল আলমকে জেলা জাতীয় পার্টির সহসভাপতি পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়।
আজ রোববার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩১ মিনিট আগে