দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পুকুরে ডুবে সাদিয়া আক্তার প্রীতি (২১) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সাদিয়া আক্তার প্রীতি শহরের উত্তর বালুবাড়ি এলাকার সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। চিকিৎসাধীন নীপা আক্তার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনিও দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহরের লেবুর মোড় এলাকার একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঘটনার ঘণ্টাখানেক আগে প্রীতি ও নীপার সঙ্গে একজন ছেলে বসে গল্প করছিল। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নীপা আক্তার পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তাঁকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় প্রীতিও। এরই মধ্যে ঘটনাস্থল থেকে চলে যায় সঙ্গে থাকা ছেলেটি।
এ সময় স্থানীয় শ্রমিকেরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার প্রীতিকে মৃত ঘোষণা করেন। আর নীপা আক্তারকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রীতির মা রানু বেগম জানান, বালুবাড়ী এলাকায় তাদের হোটেল ব্যবসা রয়েছে। সকাল সাড়ে ৮টায় মেয়ে হোটেলে গিয়ে তার কাছ থেকে ২০টাকা নিয়ে কলেজের যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুরে পুলিশের ফোনে মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে জানতে পারি দুই শিক্ষার্থী পুকুরের পানিতে পড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিকেলে এসে জানতে পারি, তারা আমাদের শিক্ষার্থী নয়। হয়তো ক্যাম্পাসে ঘুরতে এসেছিল। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানতে পেরে হাসপাতালে এসে লাশ শনাক্ত করা হয়েছে। উভয়ের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। এখনো ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। তাদের সঙ্গে থাকা ছেলেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ বিষয়য়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পুকুরে ডুবে সাদিয়া আক্তার প্রীতি (২১) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সাদিয়া আক্তার প্রীতি শহরের উত্তর বালুবাড়ি এলাকার সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। চিকিৎসাধীন নীপা আক্তার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনিও দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং শহরের লেবুর মোড় এলাকার একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঘটনার ঘণ্টাখানেক আগে প্রীতি ও নীপার সঙ্গে একজন ছেলে বসে গল্প করছিল। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নীপা আক্তার পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তাঁকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় প্রীতিও। এরই মধ্যে ঘটনাস্থল থেকে চলে যায় সঙ্গে থাকা ছেলেটি।
এ সময় স্থানীয় শ্রমিকেরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার প্রীতিকে মৃত ঘোষণা করেন। আর নীপা আক্তারকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রীতির মা রানু বেগম জানান, বালুবাড়ী এলাকায় তাদের হোটেল ব্যবসা রয়েছে। সকাল সাড়ে ৮টায় মেয়ে হোটেলে গিয়ে তার কাছ থেকে ২০টাকা নিয়ে কলেজের যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুরে পুলিশের ফোনে মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে জানতে পারি দুই শিক্ষার্থী পুকুরের পানিতে পড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিকেলে এসে জানতে পারি, তারা আমাদের শিক্ষার্থী নয়। হয়তো ক্যাম্পাসে ঘুরতে এসেছিল। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানতে পেরে হাসপাতালে এসে লাশ শনাক্ত করা হয়েছে। উভয়ের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। এখনো ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। তাদের সঙ্গে থাকা ছেলেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ বিষয়য়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে