নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর এএসপি এবং ২৬ নভেম্বর এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। তবে কুচকাওয়াজ স্থগিত করার কারণ জানায়নি পুলিশ সদর দপ্তর।
৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ কুচকাওয়াজ স্থগিত করা হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে এবারও তা স্থগিত করা হলো।
গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগপর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয় দফায় এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিছুদিনের জন্য এটা স্থগিত। দ্রুতই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। গত ৪ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সবশেষ গতকাল সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। যদিও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন চাকরিচ্যুতরা।

এই ব্যাচের যাঁদের চাকরি এখনো আছে তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামী ২৬ নভেম্বর। তবে গতকাল তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিত করে আদেশ জারি হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। কুচকাওয়াজ হওয়ার আগপর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।’
অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন অনুষ্ঠান স্থগিত করা হলো সেটা আমি জানি না। কবে আবার হবে সেটিও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চাইবে তখন হবে।’

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর এএসপি এবং ২৬ নভেম্বর এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। তবে কুচকাওয়াজ স্থগিত করার কারণ জানায়নি পুলিশ সদর দপ্তর।
৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ কুচকাওয়াজ স্থগিত করা হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে এবারও তা স্থগিত করা হলো।
গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন, ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগপর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয় দফায় এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিছুদিনের জন্য এটা স্থগিত। দ্রুতই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল। গত ৪ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সবশেষ গতকাল সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে প্রশিক্ষণ মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। যদিও এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন চাকরিচ্যুতরা।

এই ব্যাচের যাঁদের চাকরি এখনো আছে তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামী ২৬ নভেম্বর। তবে গতকাল তাঁদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিত করে আদেশ জারি হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। কুচকাওয়াজ হওয়ার আগপর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।’
অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন অনুষ্ঠান স্থগিত করা হলো সেটা আমি জানি না। কবে আবার হবে সেটিও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চাইবে তখন হবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৭ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে