প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

আসন্ন ঈদুল আজহায় রাজশাহীর চারঘাটে কোরবানির পশুর চাহিদা রয়েছে ১০ হাজার ২০০ টি। এ জন্য প্রস্তুত করা হয়েছে ১৪ হাজার ৮০০টি গবাদিপশু। এ ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক কোরবানি পশু লালন পালন করছেন। এর সংখ্যাও প্রায় ৩৩ হাজারের বেশি। এ সকল পশু বিক্রি করতে সরকারিভাবে অনলাইন কোরবানির পশুর হাট চালু হয়েছে। চারঘাট উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে অনলাইনে কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া কয়েকজন তরুণ উদ্যোক্তা অনলাইন পশুর হাট চালু করেছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, ‘অনলাইন কোরবানির পশুর হাট, চারঘাট’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ ও গ্রুপ খোলা হয়েছে। এ ছাড়া উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা নানা ভাবে অনলাইনে গরু ও ছাগল বিক্রির প্রচারণা চালাচ্ছেন।
এদিকে উপজেলার কয়েকজন তরুণ উদ্যোক্তা ‘অনলাইন ছাগলের হাট ও ‘চারঘাট গরু ছাগলের হাট' নামে দুটি পেজ খুলেছেন। সেখানে খামারিদের বিক্রয়যোগ্য পশুর ছবি, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ পোস্ট করা হচ্ছে। যাতে ক্রেতারা তাদের পছন্দ মতো পশু ক্রয় করতে পারেন।
উপজেলার শলুয়া ইউনিয়নের খামারি সিদরাতুল মুনতাহা সিজান বলেন, `লাভের আশায় সারা বছর গরু, ছাগল পালন করেছি। করোনা মহামারিতে এসব পশু বিক্রি নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে। পশুর ছবি, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিলে ক্রেতারা ফোনে যোগাযোগ করছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। যদি এই কার্যক্রম চলমান থাকে এবং আমরা সবগুলো পশু এভাবে বিক্রি করতে পারলে লাভবান হব।'
চারঘাট উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, `উপজেলার পশুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন-পালন করছেন এখানকার খামারিরা। তবে খামারিরা যাতে এই করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোরবানির পশুর হাটে না যেতে হয় সেদিকে লক্ষ রেখে আমরা অনলাইন কোরবানি পশুর হাট কার্যক্রম শুরু করেছি। যাতে করে ক্রেতা-বিক্রেতা ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে তাদের পছন্দের পশুটি ক্রয়-বিক্রয় করতে পারেন। এই কার্যক্রম চালুর পর থেকে স্থানীয়দের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।'
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা জানান, `উপজেলা প্রাণীসম্পদ অফিস অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরু করেছে। এটি আমাদের উপজেলার প্রান্তিক থেকে শুরু করে সব ধরনের খামারিদের উপকারে আসবে। তবে ইজারাকৃত হাট ব্যতীত চারঘাটে নতুন করে আর পশুর হাট বসানো যাবে না।'

আসন্ন ঈদুল আজহায় রাজশাহীর চারঘাটে কোরবানির পশুর চাহিদা রয়েছে ১০ হাজার ২০০ টি। এ জন্য প্রস্তুত করা হয়েছে ১৪ হাজার ৮০০টি গবাদিপশু। এ ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক কোরবানি পশু লালন পালন করছেন। এর সংখ্যাও প্রায় ৩৩ হাজারের বেশি। এ সকল পশু বিক্রি করতে সরকারিভাবে অনলাইন কোরবানির পশুর হাট চালু হয়েছে। চারঘাট উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে অনলাইনে কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া কয়েকজন তরুণ উদ্যোক্তা অনলাইন পশুর হাট চালু করেছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, ‘অনলাইন কোরবানির পশুর হাট, চারঘাট’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ ও গ্রুপ খোলা হয়েছে। এ ছাড়া উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা নানা ভাবে অনলাইনে গরু ও ছাগল বিক্রির প্রচারণা চালাচ্ছেন।
এদিকে উপজেলার কয়েকজন তরুণ উদ্যোক্তা ‘অনলাইন ছাগলের হাট ও ‘চারঘাট গরু ছাগলের হাট' নামে দুটি পেজ খুলেছেন। সেখানে খামারিদের বিক্রয়যোগ্য পশুর ছবি, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ পোস্ট করা হচ্ছে। যাতে ক্রেতারা তাদের পছন্দ মতো পশু ক্রয় করতে পারেন।
উপজেলার শলুয়া ইউনিয়নের খামারি সিদরাতুল মুনতাহা সিজান বলেন, `লাভের আশায় সারা বছর গরু, ছাগল পালন করেছি। করোনা মহামারিতে এসব পশু বিক্রি নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে। পশুর ছবি, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিলে ক্রেতারা ফোনে যোগাযোগ করছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। যদি এই কার্যক্রম চলমান থাকে এবং আমরা সবগুলো পশু এভাবে বিক্রি করতে পারলে লাভবান হব।'
চারঘাট উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, `উপজেলার পশুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন-পালন করছেন এখানকার খামারিরা। তবে খামারিরা যাতে এই করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোরবানির পশুর হাটে না যেতে হয় সেদিকে লক্ষ রেখে আমরা অনলাইন কোরবানি পশুর হাট কার্যক্রম শুরু করেছি। যাতে করে ক্রেতা-বিক্রেতা ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে তাদের পছন্দের পশুটি ক্রয়-বিক্রয় করতে পারেন। এই কার্যক্রম চালুর পর থেকে স্থানীয়দের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।'
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা জানান, `উপজেলা প্রাণীসম্পদ অফিস অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরু করেছে। এটি আমাদের উপজেলার প্রান্তিক থেকে শুরু করে সব ধরনের খামারিদের উপকারে আসবে। তবে ইজারাকৃত হাট ব্যতীত চারঘাটে নতুন করে আর পশুর হাট বসানো যাবে না।'

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৪০ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৪৩ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে