নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আজ রোববার রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, কারাগারের ভেতরে ও বাইরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দীদের প্রতি কারারক্ষীদের সংবেদনশীল, মানবিক ও সুন্দর আচরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কমান্ড্যান্ট জেনারেল কামাল হোসেনসহ কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী সুপারদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত রেখে কারাবিধি প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। সেই সঙ্গে দক্ষ কারা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনকানুন ও বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়। এ ছাড়া শারীরিক প্রশিক্ষণ প্রদানসহ অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বুনিয়াদি এই প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। আজ রোববার সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধানে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আজ রোববার রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, কারাগারের ভেতরে ও বাইরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দীদের প্রতি কারারক্ষীদের সংবেদনশীল, মানবিক ও সুন্দর আচরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কমান্ড্যান্ট জেনারেল কামাল হোসেনসহ কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী সুপারদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত রেখে কারাবিধি প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। সেই সঙ্গে দক্ষ কারা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনকানুন ও বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়। এ ছাড়া শারীরিক প্রশিক্ষণ প্রদানসহ অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বুনিয়াদি এই প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। আজ রোববার সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধানে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে