পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি, লোকসংস্কৃতির বাহক ও নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন দুলাল (৬১) মারা গেছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেন দুলালের বড় ভাই মুক্তিযোদ্ধা কাজি কামাল হোসেন। তিনি বলেন, বুধবার বিকেল ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুলালকে মৃত ঘোষণা করেন।
কাজি সাঈদ হোসেনের বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে দুলাল চতুর্থ।
এদিকে কাজি সাঈদ হোসেন দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাঁকে শেষবারের মতো এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ বাড়িতে ভিড় করেন।
উল্লেখ্য, কাজি সাঈদ হোসেন দুলাল ১৯৮০ সালে চাকরি নেন খাদ্য বিভাগের দারোয়ান পদে। গ্রাম থিয়েটার আন্দোলনের সুবাদে ১৯৮৩ সালে তাঁর পরিচয় হয় নাট্যকার সেলিম আল দীন ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে। ১৯৮৭ সালে তিনি পুঠিয়া থিয়েটার প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে গাইবান্ধার যমুনার চরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারায় আধুনিক নাটকের উপাদান হিসেবে ঐতিহ্যবাহী লোকনাট্য নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। শুরু করেন বিলুপ্ত লোকনাট্যের সংগ্রহ ও সংরক্ষণ, বিলুপ্তপ্রায় লোকনাট্য দল পুনর্গঠন ও পরিবেশনা। এরই মধ্যে চারণ গায়কদের মুখে মুখে রচিত ৩৫টি লোকপালার পাণ্ডুলিপি তৈরি করেছেন তিনি। কাজ করেছেন দেশের ৮৫টি লোকপালার দলের সঙ্গে। এই দলগুলোর বেশ কয়েকটিকে বিলুপ্তপ্রায় অবস্থা থেকে পুনর্গঠন করেছেন তিনি। এসব দলের পরিবেশনায় তিনি পুঠিয়ায় গত ২১ বছরে ১৩ বার বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় অনুষ্ঠান জাতীয় লোকনাট্য উৎসব করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির লোকনাট্য পদক-২০১০ সহ অসংখ্য সম্মাননা পদক পেয়েছেন তিনি।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি, লোকসংস্কৃতির বাহক ও নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন দুলাল (৬১) মারা গেছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেন দুলালের বড় ভাই মুক্তিযোদ্ধা কাজি কামাল হোসেন। তিনি বলেন, বুধবার বিকেল ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুলালকে মৃত ঘোষণা করেন।
কাজি সাঈদ হোসেনের বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে দুলাল চতুর্থ।
এদিকে কাজি সাঈদ হোসেন দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাঁকে শেষবারের মতো এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ বাড়িতে ভিড় করেন।
উল্লেখ্য, কাজি সাঈদ হোসেন দুলাল ১৯৮০ সালে চাকরি নেন খাদ্য বিভাগের দারোয়ান পদে। গ্রাম থিয়েটার আন্দোলনের সুবাদে ১৯৮৩ সালে তাঁর পরিচয় হয় নাট্যকার সেলিম আল দীন ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে। ১৯৮৭ সালে তিনি পুঠিয়া থিয়েটার প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে গাইবান্ধার যমুনার চরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারায় আধুনিক নাটকের উপাদান হিসেবে ঐতিহ্যবাহী লোকনাট্য নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। শুরু করেন বিলুপ্ত লোকনাট্যের সংগ্রহ ও সংরক্ষণ, বিলুপ্তপ্রায় লোকনাট্য দল পুনর্গঠন ও পরিবেশনা। এরই মধ্যে চারণ গায়কদের মুখে মুখে রচিত ৩৫টি লোকপালার পাণ্ডুলিপি তৈরি করেছেন তিনি। কাজ করেছেন দেশের ৮৫টি লোকপালার দলের সঙ্গে। এই দলগুলোর বেশ কয়েকটিকে বিলুপ্তপ্রায় অবস্থা থেকে পুনর্গঠন করেছেন তিনি। এসব দলের পরিবেশনায় তিনি পুঠিয়ায় গত ২১ বছরে ১৩ বার বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় অনুষ্ঠান জাতীয় লোকনাট্য উৎসব করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির লোকনাট্য পদক-২০১০ সহ অসংখ্য সম্মাননা পদক পেয়েছেন তিনি।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে