
বগুড়ার শেরপুরে অবস্থিত ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী ও হীরকজয়ন্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান। আজ সোমবার অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হায়দার আলী স্বপন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ভাষা আন্দোলনের তিন বছর পর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সাল থেকে আজ অব্দী সগৌরবে পাঠক্রিয়া চলছে প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাক্ষর রাখছে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াজেদ আলী বলেন, আমাদের স্কুলের বয়স ৬৮ বছর পেরিয়েছে। এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করে এখন তারা নিজ নিজ জায়গায় ভালো অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের সবাই যেন একটা দিন এক সঙ্গে বসতে পারি, আনন্দ করতে পারি এ চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আশা করি সব ভালো ভাবেই হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদের মরণোত্তর সংবর্ধনার ব্যবস্থা রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল সরকার বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত আমাদের স্কুলে এই প্রথম আমরা পুনর্মিলনী করছি। মূলত নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি এই স্কুলে যারা নিজেদের জ্ঞানদানের মাধ্যমে আমাদের পড়িয়েছেন; মানুষ করেছেন তাদের সম্মান জানাতে। পাশাপাশি এই স্কুলের কৃতী শিক্ষার্থীদেরও আমরা সম্মাননা জানাচ্ছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতী হওয়ার ইতিবাচক প্রতিযোগিতায় নামে সেই চিন্তা থেকে।
মোস্তফা কামাল আরও বলেন, আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে স্কুলের জন্য কিছু করা যায় কী না, তেমনটাও আমাদের ভাবনার মধ্যে আছে। বিশেষ করে পিছিয়ে পড়া অথচ মেধাবী যারা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।

বগুড়ার শেরপুরে অবস্থিত ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী ও হীরকজয়ন্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান। আজ সোমবার অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হায়দার আলী স্বপন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ভাষা আন্দোলনের তিন বছর পর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সাল থেকে আজ অব্দী সগৌরবে পাঠক্রিয়া চলছে প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাক্ষর রাখছে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াজেদ আলী বলেন, আমাদের স্কুলের বয়স ৬৮ বছর পেরিয়েছে। এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করে এখন তারা নিজ নিজ জায়গায় ভালো অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের সবাই যেন একটা দিন এক সঙ্গে বসতে পারি, আনন্দ করতে পারি এ চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আশা করি সব ভালো ভাবেই হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদের মরণোত্তর সংবর্ধনার ব্যবস্থা রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল সরকার বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত আমাদের স্কুলে এই প্রথম আমরা পুনর্মিলনী করছি। মূলত নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি এই স্কুলে যারা নিজেদের জ্ঞানদানের মাধ্যমে আমাদের পড়িয়েছেন; মানুষ করেছেন তাদের সম্মান জানাতে। পাশাপাশি এই স্কুলের কৃতী শিক্ষার্থীদেরও আমরা সম্মাননা জানাচ্ছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতী হওয়ার ইতিবাচক প্রতিযোগিতায় নামে সেই চিন্তা থেকে।
মোস্তফা কামাল আরও বলেন, আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে স্কুলের জন্য কিছু করা যায় কী না, তেমনটাও আমাদের ভাবনার মধ্যে আছে। বিশেষ করে পিছিয়ে পড়া অথচ মেধাবী যারা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে