জয়পুরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করা হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) মান সম্মান দেশে, বিদেশে ও আন্তর্জাতিক মহলে চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা তাঁর (প্রধানমন্ত্রীর) জন্য অসম্মানজনক ও মানহানিকর। এতে তিনি (প্রধানমন্ত্রীর) হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়াও এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আর বক্তব্যের কোনো লিংক এখনো পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৪৪ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগে