সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরি দল। আজ মঙ্গল সকাল সাড়ে ৭টায় নিরা আক্তারের (১২) ও সাড়ে ১০টায় তার ভাই জিসানের (৮) মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন উপজেলার পৌর এলাকার চরবাটিয়া গ্রামের মশিদুল সরকারের সন্তান।
জানা যায়, গতকাল সোমবার সকালে প্রতিদিনের মতো নিরা আক্তার উপজেলা পৌর এলাকার চরবাটিয়া গ্রাম থেকে খেয়ানৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে গিয়েছিল। সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। দুপুর ১টায় তার স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হলে আবারও সে খেয়ানৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে নিজ বাড়ি বাটির চরে ফিরে আসে। বাড়িতে এসে তার ছোট ভাই জিসানকে নিয়ে সে যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় মা তাদের নদীতে গোসল করতে যেতে নিষেধ করেন। কিন্তু তারা মায়ের কথা না মেনে চলে যায়। গোসল করার একপর্যায়ে তারা দুজনই যমুনায় নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শী রাজিব মিয়া (৬) বলে, ‘নিরা, জিসান, আশরাফুল, জিম, আলেফা, জান্নাতিসহ কয়েকজন হামরা দলবান্দে যমুনা নদীতে গোসল করবের গেছিলেম। একসময় দেকি জিসান ভাসে যাচ্চে। তকন হামি ওর বোন নিরাকে জানাই। নিরা তকন জিসানক বাঁচানোর জন্য তার কাছে যায়। হামরা ছোট বাচ্চারা কয়েকজন চেষ্টা করে জিসানোক টানে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে দেখি নিরা বেশি পানিতে ডুবাডুবি করিচ্চে। নিরার ডুবাডুবি দেকে জিসান আবার ওর বোনকে ধরার জন্যে নিরার কাছে যায়। এ রকম করতেই দুজনই পানিতে তলে যায়। নদীপাড়ে একজন লুঙ্গি পরা বড় মানুষ দাঁড়ে আছিল। হামরা তাক এতই কলেম, কিন্তু লুঙ্গি ভিজার ভয়ে তাই পানিত নামল না।’
নিরার বাবা মশিদুল সরকার বলেন, ‘হামি হামার বড় ছেলে নীরব মিয়াকে নিয়ে ধান ভাঙার জন্যে উপজেলা সদর সারেখান্তি গেছিলেম। জোহরের নামাজের আজানের পর জিসানের স্কুলের দপ্তরি মোবাইলে হামাক কয় যে জিসান আর নিরা পানিত পড়ছে। তখনই হামি নদীর পাড়ে আসে দেকি নদীর পাড়ত মানুষ জড়ো হয়া গেছে। হামার দুই ছোলই তো সাঁতার জানে। কেমনে হামার বাবা-মা চলে গেল। বড় বড় বন্যাত হামার বাড়িত এক কোমর করে পানি হছে। তাও হামার বড় কোনো ক্ষতি হয়নি। আজ শুকনে নদী হামার বাবা-মাক কাড়ে নিল।’
নিরার মা নাজমা বেগম বলেন, ‘হামি হামার বাবা-মাক নদীতে গোসল করবের মানা করছিলেম। কার ডাকে যে ওরা হামার কতা শুনল না। হামার বাবা-মাক একসঙ্গে যমুনা নদী কাড়ে নিছে।’
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘সোমবার বেলা ৩টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ শিশুদের খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বুধবার সকালে উদ্ধার অভিযান শুরু করে। এরপর তাদের চেষ্টায় সকাল সাড়ে ৭টায় মেয়েকে এবং সাড়ে ১০টায় ছেলেকে মৃত অবস্থায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘যমুনায় নিখোঁজ শিশুদের উদ্ধারে সারিয়াকান্দি থানার পুলিশ ডুবুরি দলকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরি দল। আজ মঙ্গল সকাল সাড়ে ৭টায় নিরা আক্তারের (১২) ও সাড়ে ১০টায় তার ভাই জিসানের (৮) মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন উপজেলার পৌর এলাকার চরবাটিয়া গ্রামের মশিদুল সরকারের সন্তান।
জানা যায়, গতকাল সোমবার সকালে প্রতিদিনের মতো নিরা আক্তার উপজেলা পৌর এলাকার চরবাটিয়া গ্রাম থেকে খেয়ানৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে গিয়েছিল। সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। দুপুর ১টায় তার স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হলে আবারও সে খেয়ানৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে নিজ বাড়ি বাটির চরে ফিরে আসে। বাড়িতে এসে তার ছোট ভাই জিসানকে নিয়ে সে যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় মা তাদের নদীতে গোসল করতে যেতে নিষেধ করেন। কিন্তু তারা মায়ের কথা না মেনে চলে যায়। গোসল করার একপর্যায়ে তারা দুজনই যমুনায় নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শী রাজিব মিয়া (৬) বলে, ‘নিরা, জিসান, আশরাফুল, জিম, আলেফা, জান্নাতিসহ কয়েকজন হামরা দলবান্দে যমুনা নদীতে গোসল করবের গেছিলেম। একসময় দেকি জিসান ভাসে যাচ্চে। তকন হামি ওর বোন নিরাকে জানাই। নিরা তকন জিসানক বাঁচানোর জন্য তার কাছে যায়। হামরা ছোট বাচ্চারা কয়েকজন চেষ্টা করে জিসানোক টানে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে দেখি নিরা বেশি পানিতে ডুবাডুবি করিচ্চে। নিরার ডুবাডুবি দেকে জিসান আবার ওর বোনকে ধরার জন্যে নিরার কাছে যায়। এ রকম করতেই দুজনই পানিতে তলে যায়। নদীপাড়ে একজন লুঙ্গি পরা বড় মানুষ দাঁড়ে আছিল। হামরা তাক এতই কলেম, কিন্তু লুঙ্গি ভিজার ভয়ে তাই পানিত নামল না।’
নিরার বাবা মশিদুল সরকার বলেন, ‘হামি হামার বড় ছেলে নীরব মিয়াকে নিয়ে ধান ভাঙার জন্যে উপজেলা সদর সারেখান্তি গেছিলেম। জোহরের নামাজের আজানের পর জিসানের স্কুলের দপ্তরি মোবাইলে হামাক কয় যে জিসান আর নিরা পানিত পড়ছে। তখনই হামি নদীর পাড়ে আসে দেকি নদীর পাড়ত মানুষ জড়ো হয়া গেছে। হামার দুই ছোলই তো সাঁতার জানে। কেমনে হামার বাবা-মা চলে গেল। বড় বড় বন্যাত হামার বাড়িত এক কোমর করে পানি হছে। তাও হামার বড় কোনো ক্ষতি হয়নি। আজ শুকনে নদী হামার বাবা-মাক কাড়ে নিল।’
নিরার মা নাজমা বেগম বলেন, ‘হামি হামার বাবা-মাক নদীতে গোসল করবের মানা করছিলেম। কার ডাকে যে ওরা হামার কতা শুনল না। হামার বাবা-মাক একসঙ্গে যমুনা নদী কাড়ে নিছে।’
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘সোমবার বেলা ৩টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ শিশুদের খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বুধবার সকালে উদ্ধার অভিযান শুরু করে। এরপর তাদের চেষ্টায় সকাল সাড়ে ৭টায় মেয়েকে এবং সাড়ে ১০টায় ছেলেকে মৃত অবস্থায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘যমুনায় নিখোঁজ শিশুদের উদ্ধারে সারিয়াকান্দি থানার পুলিশ ডুবুরি দলকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে