রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে