Ajker Patrika

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সে ক্ষেত্রে সকাল ৮টায় প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। 

হজরত শাহমখদুম (র.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য ঈদগাগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করে প্রচারের কথাও সভায় জানানো হয়।’ 

এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ৮টায়, টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও সকাল ৮টায় দুটি ঈদের জামাত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়। 

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কি না সেটিও দেখে নিতে বলা হয়েছে। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত