প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেলে সদর বারঘরিয়া মহানন্দা ব্রিজের টোলঘর এলাকা থেকে ফেনসিডিলসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া মহল্লার ফারুক আহমেদের ছেলে বর্তমান জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০), পৌর এলাকার নাখরাজপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল। তবে জুয়েলের দলীয় পদের বিষয়ে জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দীন সরদার জানান, সীমান্তবর্তী তেলকুপি থেকে চাঁপাইনবাবগঞ্জে একটি মাদকের চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্রিজের টোলঘর এলাকায় ডিবি পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশির চালানোর সময় মোটরসাইকেলে থাকা দুজনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে আটকের বিষয় নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার। তবে ফয়সাল আহমেদ তমালসহ অন্যজন ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত কি-না এ বিষয়ে কিছুই জানাননি ওসি।
এ দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার জানান, বর্তমানে ফয়সাল আহমেদ তমাল জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। ব্যক্তির দায়ভার কেউ নেবে না। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সংগঠন তাঁদের আশ্রয় দেবে না। আর কেউ যদি মাদক বা মাদক ব্যবসায়ী প্রমাণিত হয়, তাহলে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, রোববার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তারাই মামলার তদন্ত করবেন।

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তাঁর এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেলে সদর বারঘরিয়া মহানন্দা ব্রিজের টোলঘর এলাকা থেকে ফেনসিডিলসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া মহল্লার ফারুক আহমেদের ছেলে বর্তমান জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০), পৌর এলাকার নাখরাজপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল। তবে জুয়েলের দলীয় পদের বিষয়ে জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দীন সরদার জানান, সীমান্তবর্তী তেলকুপি থেকে চাঁপাইনবাবগঞ্জে একটি মাদকের চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্রিজের টোলঘর এলাকায় ডিবি পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশির চালানোর সময় মোটরসাইকেলে থাকা দুজনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
রাত সাড়ে ৯টার দিকে আটকের বিষয় নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার। তবে ফয়সাল আহমেদ তমালসহ অন্যজন ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত কি-না এ বিষয়ে কিছুই জানাননি ওসি।
এ দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার জানান, বর্তমানে ফয়সাল আহমেদ তমাল জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। ব্যক্তির দায়ভার কেউ নেবে না। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সংগঠন তাঁদের আশ্রয় দেবে না। আর কেউ যদি মাদক বা মাদক ব্যবসায়ী প্রমাণিত হয়, তাহলে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, রোববার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তারাই মামলার তদন্ত করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে