বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (১৯)।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুরের পরবভনীপুর ও শাজাহানপুরের নয়মাইল জামালপুরের দুই ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তাদের বাবা মেয়েদের উদ্ধারের জন্য শাজাহানপুর থানায় ও র্যাব-১২ বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এর পরপরই র্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানা এলাকা থেকে অপহরণকারী ইউসুফ আলীকে ও রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, অপহরণকারীরা ওই দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক শাজাহানপুর থেকে অপহরণ করে বগুড়াসহ বিভিন্ন স্থানে আটকে রাখে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছুক্ষণ পরে আসামিদের আদালতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে।

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (১৯)।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুরের পরবভনীপুর ও শাজাহানপুরের নয়মাইল জামালপুরের দুই ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তাদের বাবা মেয়েদের উদ্ধারের জন্য শাজাহানপুর থানায় ও র্যাব-১২ বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এর পরপরই র্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানা এলাকা থেকে অপহরণকারী ইউসুফ আলীকে ও রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, অপহরণকারীরা ওই দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক শাজাহানপুর থেকে অপহরণ করে বগুড়াসহ বিভিন্ন স্থানে আটকে রাখে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছুক্ষণ পরে আসামিদের আদালতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৩ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে