Ajker Patrika

অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ৪৬
অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২ 

বগুড়ার শাহজাহানপুর এলাকা থেকে অপহরণের তিন দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (১৯)। 

বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুরের পরবভনীপুর ও শাজাহানপুরের নয়মাইল জামালপুরের দুই ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় তাদের বাবা মেয়েদের উদ্ধারের জন্য শাজাহানপুর থানায় ও র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এর পরপরই র‍্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধারে অভিযান শুরু করে। 

অভিযানের একপর্যায়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানা এলাকা থেকে অপহরণকারী ইউসুফ আলীকে ও রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, অপহরণকারীরা ওই দুই স্কুলছাত্রীকে জোরপূর্বক শাজাহানপুর থেকে অপহরণ করে বগুড়াসহ বিভিন্ন স্থানে আটকে রাখে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছুক্ষণ পরে আসামিদের আদালতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু শনিবার

‘প্রয়োজনের তাগিদে’ তারেক রহমানে আস্থা দিল্লির, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত