প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা করোনা ইউনিটে মারা যান।
শনিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে নয়জনেরই বাড়ি রাজশাহী। এ ছাড়া পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং কুষ্টিয়া ও নাটোরের একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন, পাবনার তিনজন ও নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন।
রাজশাহীর আরও দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য ছয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে তিনজন রাজশাহীর, দুজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন।
মৃত ১৬ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে চারজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন করে নারী ও পুরুষ; ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ও একজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন রোগী মারা গেছেন ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩, ১৬ ও ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। চলতি মাসে হাসপাতালটিতে এ নিয়ে ২৯৮ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। শনিবার সকালে ভর্তি ছিলেন ৫২৭ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকালে রাজশাহীর ২৭৫, চাঁপাইনবাবগঞ্জের ৩৩, নাটোরের ৮৫, নওগাঁর ৫২, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৮, জয়পুরহাটের তিন এবং বগুড়া, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার দুজন করে রোগী ভর্তি ছিলেন।
তাঁদের মধ্যে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৮৯ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৮০ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে শুক্রবার জেলায় মোট ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা করোনা ইউনিটে মারা যান।
শনিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে নয়জনেরই বাড়ি রাজশাহী। এ ছাড়া পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং কুষ্টিয়া ও নাটোরের একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন, পাবনার তিনজন ও নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন।
রাজশাহীর আরও দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য ছয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে তিনজন রাজশাহীর, দুজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন।
মৃত ১৬ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে চারজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন করে নারী ও পুরুষ; ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ও একজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন রোগী মারা গেছেন ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩, ১৬ ও ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। চলতি মাসে হাসপাতালটিতে এ নিয়ে ২৯৮ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। শনিবার সকালে ভর্তি ছিলেন ৫২৭ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকালে রাজশাহীর ২৭৫, চাঁপাইনবাবগঞ্জের ৩৩, নাটোরের ৮৫, নওগাঁর ৫২, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৮, জয়পুরহাটের তিন এবং বগুড়া, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার দুজন করে রোগী ভর্তি ছিলেন।
তাঁদের মধ্যে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৮৯ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৮০ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে শুক্রবার জেলায় মোট ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।

যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে