সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’

ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৮ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে