কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।
নাসিম উদ্দিন বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর এবং রেললাইনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এদিকে দোকানের মালিকদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত কোনো নোটিশ না দিয়েই তাঁদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাঁদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্টেশনের মুদিদোকানি সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভাঙা হয়েছে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ডবক্স, দোকানে থাকা পণ্য ও নগদসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিত, তাহলে আমাদের মতো দোকানদারের এই ক্ষতি হতো না।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’
দুই পা হারানো প্রতিবন্ধী হাসান (৪৫) বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলত। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম। এখন দোকানঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একটি চায়ের স্টলের মালিক বলেন, গতকাল বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের দোকানপাট সরিয়ে ফেলতে বলে। এ জন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।
উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।
নাসিম উদ্দিন বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর এবং রেললাইনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এদিকে দোকানের মালিকদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত কোনো নোটিশ না দিয়েই তাঁদের দোকানপাট ভেঙে দিয়েছে। দোকানপাট ভেঙে দেওয়ায় তাঁদের লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্টেশনের মুদিদোকানি সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভাঙা হয়েছে। দোকানে থাকা ফ্রিজ, সাউন্ডবক্স, দোকানে থাকা পণ্য ও নগদসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিত, তাহলে আমাদের মতো দোকানদারের এই ক্ষতি হতো না।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘এই দোকান চালিয়েই আমাদের সংসার চলে। এখন এই দোকান ভেঙে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় রয়েছি।’
দুই পা হারানো প্রতিবন্ধী হাসান (৪৫) বলেন, ‘এই দোকান চালিয়েই সংসার চলত। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম। এখন দোকানঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।’
তবে নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একটি চায়ের স্টলের মালিক বলেন, গতকাল বুধবার বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের দোকানপাট সরিয়ে ফেলতে বলে। এ জন্য রাতেই দোকান সরিয়ে ফেলেছি।
উচ্ছেদ অভিযানের সময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৭ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৮ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে