রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
১ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে