প্রতিনিধি, রাজবাড়ী

‘কথা বলার সময় নেই ফেরিতে উঠতেই হবে। আজ ঢাকায় না পৌঁছালে চাকরি থাকবে না। গতকাল বাস চলাচল না করায় যেতে পারি নাই। আজ বাস চললেও জায়গা পাই নাই। তাই মাহেন্দ্র গাড়িতে ৬০০ টাকা ভাড়া দিয়ে ঘাটে এসেছি।’ আজ রোববার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে কথাগুলো বলছিলেন বরিশাল থেকে ঢাকামুখী আয়নাল সরদার।
চুয়াডাঙ্গা থেকে আসা রুবিনা জানান, আজ যেভাবেই হোক তাঁকে ঢাকা যেতেই হবে। শনিবার গার্মেন্টস খুলছে। বাস না চলায় যেতে পারেননি। সকালে বাস স্ট্যান্ডে গিয়ে বাস পেলেও সিট পাননি। তাই ট্রাকে উঠে ঘাটে এসেছেন। খুবই ভোগান্তিতে আছেন বলে জানান তিনি।
আজ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় তিন কিলোমিটার যানজট। এরই মধ্যে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস। সেই সঙ্গে ছিল যাত্রীদের চাপ। গণপরিবহন চলাচল করলেও তার সংখ্যা ছিল অনেক কম। যে কারণে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে ছুটছে গন্তব্যস্থলে। সে ক্ষেত্রে কয়েক গুন বেশি ভাড়াও লাগছে। সকাল ৯টার পর থেকে কমতে থাকে যানবাহনের সারি। যানবাহনের চাপ কমলেও থেকে যায় যাত্রীদের চাপ। সেই চাপ অব্যাহত থাকে বিকেল ৪টা পর্যন্ত। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি এবং লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। যাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হতে দেখা গেছে। অনেক যাত্রীর মুখে ছিল না মাস্ক। তবে বিকেল ৪টার পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান জানায়, গণপরিবহন চালুর পর থেকেই ঘাট এলাকায় চাপ রয়েছে। তবে যানবাহন গুলিকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

‘কথা বলার সময় নেই ফেরিতে উঠতেই হবে। আজ ঢাকায় না পৌঁছালে চাকরি থাকবে না। গতকাল বাস চলাচল না করায় যেতে পারি নাই। আজ বাস চললেও জায়গা পাই নাই। তাই মাহেন্দ্র গাড়িতে ৬০০ টাকা ভাড়া দিয়ে ঘাটে এসেছি।’ আজ রোববার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে কথাগুলো বলছিলেন বরিশাল থেকে ঢাকামুখী আয়নাল সরদার।
চুয়াডাঙ্গা থেকে আসা রুবিনা জানান, আজ যেভাবেই হোক তাঁকে ঢাকা যেতেই হবে। শনিবার গার্মেন্টস খুলছে। বাস না চলায় যেতে পারেননি। সকালে বাস স্ট্যান্ডে গিয়ে বাস পেলেও সিট পাননি। তাই ট্রাকে উঠে ঘাটে এসেছেন। খুবই ভোগান্তিতে আছেন বলে জানান তিনি।
আজ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় তিন কিলোমিটার যানজট। এরই মধ্যে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস। সেই সঙ্গে ছিল যাত্রীদের চাপ। গণপরিবহন চলাচল করলেও তার সংখ্যা ছিল অনেক কম। যে কারণে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে ছুটছে গন্তব্যস্থলে। সে ক্ষেত্রে কয়েক গুন বেশি ভাড়াও লাগছে। সকাল ৯টার পর থেকে কমতে থাকে যানবাহনের সারি। যানবাহনের চাপ কমলেও থেকে যায় যাত্রীদের চাপ। সেই চাপ অব্যাহত থাকে বিকেল ৪টা পর্যন্ত। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি এবং লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। যাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হতে দেখা গেছে। অনেক যাত্রীর মুখে ছিল না মাস্ক। তবে বিকেল ৪টার পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান জানায়, গণপরিবহন চালুর পর থেকেই ঘাট এলাকায় চাপ রয়েছে। তবে যানবাহন গুলিকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে