পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৬ মিনিট আগে