Ajker Patrika

শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে শিক্ষককে মারধর

পিরোজপুর প্রতিনিধি
শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে শিক্ষককে মারধর

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। শিক্ষককে মারধরের প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ও হামলাকারীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মারধরের শিকার আহত শিক্ষক মো. বদিউজ্জামান লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। হামলাকারীরা ওই ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ও তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। 

হামলায় আহত শিক্ষক মো. বদিউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরিফুল ও তাঁর ভাই রফিকুল তাকে ক্লাস থেকে ডেকে নিয়ে মারধর করেন। রফিকুল পটুয়াখালীর লেবুখালী সেনা ক্যাম্পে চাকরিরত। 

এ ব্যাপারে বৈঠাকাটা ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মো. আউয়াল বলেন, ‘খবর শুনে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মীমাংসার উদ্যোগ নিয়েছেন। তার পরও কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘শিক্ষক বদিউজ্জামানেরও কিছু অপরাধ রয়েছে। তাই পুলিশ উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে নাজিরপুরে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি স্থানীয়ভাবে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত