Ajker Patrika

নাজিরপুর খেয়াঘাট যেন ময়লার ভাগাড়

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুর খেয়াঘাট যেন ময়লার ভাগাড়

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী নাজিরপুর বাজারের খেয়াঘাটে নির্বিচারে ফেলা হচ্ছে বর্জ্য। এসব বর্জ্য গড়িয়ে নদীর পানিতে মিশে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। খেয়াঘাটটি দেখলে মনে হয় যেন ময়লার ভাগাড়।

জানা যায়, নাজিরপুর উপজেলায় আসতে শ্রীরামকাঠী ইউনিয়নের যাতায়াতের জন্য এলাকাবাসীর একমাত্র বাহন এই কালিগঙ্গার নদীর ওপরে খেয়া। খেয়াঘাটে ফেলা বর্জ্যের দুর্গন্ধ ও নদী দূষণের কারণে নদীপথের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এ ছাড়া নাজিরপুরের খাবার হোটেলের ব্যবহৃত পানিও এই ঘাট থেকে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, নাজিরপুরের মুরগির ব্যবসায়ীরা ও বাজারের ঝাড়ুদাররা বিভিন্ন বর্জ্য এই ঘাটে ফেলে দেন। এ কারণে নদীর পানি দূষিত হচ্ছে। নদীতে বর্জ্য ও ময়লার স্তূপ থাকায় দুর্গন্ধে পানির কাছে যাওয়া যায় না। ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নেওয়া জরুরি।

খেয়াঘাটের মাঝি শাওন ও ইমরান বলেন, মানুষের সামনেই এ ময়লাগুলো ফেলা হয়। আমরা নিষেধ করলে আমাদের ওপর চরাও হয়ে ওঠে। ময়লা পচার দুর্গন্ধে নাজেহাল অবস্থায় আছি। এখন যে অবস্থা খেয়া বন্ধ করে ঘাটে বসারও কোনো কায়দা নাই।

নাজিরপুর সদর বাজার কমিটির সভাপতি আরিফুর রহমান খান টুবুল বলেন, বিষয়টি আমার নজরে পড়েছে। আমি দ্রুত এর ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ্ সাদীদ বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত