নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন করা হয়েছে। সরকার জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছে।
আজ সোমবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। বরিশাল একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ শহর শিল্পসমৃদ্ধ করার লক্ষ্যে যোগাযোগব্যবস্থাকে উন্নত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সামাজিক নিরাপত্তার স্বার্থে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলো চলমান থাকবে বলে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারব্যবস্থা যত শক্তিশালী হবে, সাধারণ মানুষ তত উপকৃত হবে। স্থানীয় সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো, যোগ্য ও সৎ জনপ্রতিনিধির বিকল্প নেই। আগামী নির্বাচনে জনবান্ধব একটি দল সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে পদচারী-সেতু এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ হাতেম আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন করা হয়েছে। সরকার জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছে।
আজ সোমবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত এবং গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে। বরিশাল একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ শহর শিল্পসমৃদ্ধ করার লক্ষ্যে যোগাযোগব্যবস্থাকে উন্নত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ সময় তিনি সামাজিক নিরাপত্তার স্বার্থে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলো চলমান থাকবে বলে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারব্যবস্থা যত শক্তিশালী হবে, সাধারণ মানুষ তত উপকৃত হবে। স্থানীয় সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো, যোগ্য ও সৎ জনপ্রতিনিধির বিকল্প নেই। আগামী নির্বাচনে জনবান্ধব একটি দল সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে পদচারী-সেতু এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ হাতেম আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন প্রমুখ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে