নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে এক তরুণীকে (২২) ধর্ষণ ও পিটিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার দিনব্যাপী সদর ও বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে রোমান (৩৫), রানা (৩২) ও রুবেল (৪০)। তারা ৩ জনই সম্পর্কে আপন ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার ছেলে রোমান (৩৫) গত ঈদুল ফিতরের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় ওই তরুণীর মা-বাবা, বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকে। বাড়িতে তাদের বসত ঘরে ছোট ৩ ভাইকে নিয়ে থাকত ওই তরুণী। গত ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে আসছিল রোমান। এ ঘটনার ১ মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে আসলে বিষয়টি তাকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমান ও তার পরিবারের লোকজন। এ দিকে মেয়েটি ৩ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এমতাবস্থায় রোমানকে বিয়ের জন্য বললে অভিযুক্তের পরিবারের সদস্যরা ভুক্তভোগী ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যার হুমকি দিতে থাকে।
আরও জানা যায়, গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিলেন ওই তরুণী। এ সময় অভিযুক্ত রোমান ও তার ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিল–ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে তাঁর পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে এক তরুণীকে (২২) ধর্ষণ ও পিটিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার দিনব্যাপী সদর ও বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে রোমান (৩৫), রানা (৩২) ও রুবেল (৪০)। তারা ৩ জনই সম্পর্কে আপন ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার ছেলে রোমান (৩৫) গত ঈদুল ফিতরের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় ওই তরুণীর মা-বাবা, বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকে। বাড়িতে তাদের বসত ঘরে ছোট ৩ ভাইকে নিয়ে থাকত ওই তরুণী। গত ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে আসছিল রোমান। এ ঘটনার ১ মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে আসলে বিষয়টি তাকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমান ও তার পরিবারের লোকজন। এ দিকে মেয়েটি ৩ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এমতাবস্থায় রোমানকে বিয়ের জন্য বললে অভিযুক্তের পরিবারের সদস্যরা ভুক্তভোগী ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যার হুমকি দিতে থাকে।
আরও জানা যায়, গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিলেন ওই তরুণী। এ সময় অভিযুক্ত রোমান ও তার ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিল–ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে তাঁর পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে