নীলফামারী প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘তাদের মতো করে আমরা বাড়ির পিছন দিক দিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা প্রাসাদ ষড়যন্ত্র আর হত্যার রাজনীতি করি না। আজকে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার ওপরে একবারও হামলা হয়নি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না, তাই হয়নি। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি।’
আজ রোববার বিএনপির হরতাল, নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধুমাত্র দলীয় নেতা-কর্মী দিয়ে আন্দোলন হয় না। আন্দোলন তখনই হবে, যখন জনগণ আপনার সঙ্গে থাকবে। আমি মনে করি, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনার সঙ্গে আছে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে বিশৃঙ্খল রাজনৈতিক দলকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করবে।’
তিনি দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, ঠিক ওইভাবে আমাদের আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তবে সেই যুদ্ধ হবে গণতন্ত্রের যুদ্ধ, সেই যুদ্ধ হবে উন্নয়নের যুদ্ধ, সেই যুদ্ধ হবে জনগণ ও দেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যুদ্ধ। এই যুদ্ধে যেন আমরা কোন রকম অবহেলা না করি, উদাসীন না থাকি। সব সময় সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশা আল্লাহ। আমরা ৭১ এ যেমন বিজয়ী হয়েছি, আমরা ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছি, ঠিক একইভাবে আগামীতেও বিজয়ী হব।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেয়।

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘তাদের মতো করে আমরা বাড়ির পিছন দিক দিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা প্রাসাদ ষড়যন্ত্র আর হত্যার রাজনীতি করি না। আজকে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার ওপরে একবারও হামলা হয়নি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না, তাই হয়নি। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি।’
আজ রোববার বিএনপির হরতাল, নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধুমাত্র দলীয় নেতা-কর্মী দিয়ে আন্দোলন হয় না। আন্দোলন তখনই হবে, যখন জনগণ আপনার সঙ্গে থাকবে। আমি মনে করি, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনার সঙ্গে আছে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে বিশৃঙ্খল রাজনৈতিক দলকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করবে।’
তিনি দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, ঠিক ওইভাবে আমাদের আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তবে সেই যুদ্ধ হবে গণতন্ত্রের যুদ্ধ, সেই যুদ্ধ হবে উন্নয়নের যুদ্ধ, সেই যুদ্ধ হবে জনগণ ও দেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যুদ্ধ। এই যুদ্ধে যেন আমরা কোন রকম অবহেলা না করি, উদাসীন না থাকি। সব সময় সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশা আল্লাহ। আমরা ৭১ এ যেমন বিজয়ী হয়েছি, আমরা ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছি, ঠিক একইভাবে আগামীতেও বিজয়ী হব।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেয়।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩১ মিনিট আগে