নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-৩ (জলঢাকা) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। এবার তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানাকে (ঈগল) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী।
সরে যাওয়া প্রার্থীরা হলেন আবু সাঈদ শামীম (মোড়া) ও হুকুম আলী (ট্রাক)। আজ শুক্রবার বিকেলে আবু সাঈদ শামীমের টেঙ্গনমারীর নিজ বাসভবনে এ ঘোষণা দেন ওই দুই প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আবু সাঈদ শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জোটগতভাবে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই জলঢাকার উন্নয়নের স্বার্থে নির্বাচন থেকে সরে গিয়ে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানালাম।’
অপর প্রার্থী হুকুম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাপার ওই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কোনো খবর নেয়নি। ঢাকায় অবস্থান করায় এ আসনের ভোটার এবার পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্য দলীয় একজনকে সমর্থন দিয়ে বিজয়ী করতে চাই।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা বলেন, ‘আশাহত জলঢাকার মানুষ পরিবর্তন চায়। জাপার ওই সংসদ সদস্যকে আর সংসদে দেখতে চায় না এ আসনের মানুষ। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আমাকে সমর্থন দিয়েছেন।’ তিনি তাঁদের অভিনন্দন জানান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মধ্যে একাধিক প্রার্থী ছিল। আমাদের বৃহত্তর স্বার্থে, দলীয় শৃঙ্খলার স্বার্থে ও ঈগল পাখির বিজয় নিশ্চিতে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে এসেছেন। তাঁরা মার্জিয়া সুলতানাকে সমর্থন দিয়েছেন। তাঁদের সমর্থনে দলের স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হলো।’
এই আসন থেকে এখন ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), তাঁর বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের (কেটলি)। অপর প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির খলিলুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি), সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি) এবং মার্জিয়া সুলতানা (ঈগল)।
উল্লেখ্য, নির্বাচন থেকে সরে দাঁড়ানো আবু সাঈদ শামীম জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হুকুম আলী সাবেক যুবলীগ নেতা।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। এবার তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানাকে (ঈগল) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী।
সরে যাওয়া প্রার্থীরা হলেন আবু সাঈদ শামীম (মোড়া) ও হুকুম আলী (ট্রাক)। আজ শুক্রবার বিকেলে আবু সাঈদ শামীমের টেঙ্গনমারীর নিজ বাসভবনে এ ঘোষণা দেন ওই দুই প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আবু সাঈদ শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জোটগতভাবে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই জলঢাকার উন্নয়নের স্বার্থে নির্বাচন থেকে সরে গিয়ে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানালাম।’
অপর প্রার্থী হুকুম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাপার ওই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কোনো খবর নেয়নি। ঢাকায় অবস্থান করায় এ আসনের ভোটার এবার পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্য দলীয় একজনকে সমর্থন দিয়ে বিজয়ী করতে চাই।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা বলেন, ‘আশাহত জলঢাকার মানুষ পরিবর্তন চায়। জাপার ওই সংসদ সদস্যকে আর সংসদে দেখতে চায় না এ আসনের মানুষ। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আমাকে সমর্থন দিয়েছেন।’ তিনি তাঁদের অভিনন্দন জানান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মধ্যে একাধিক প্রার্থী ছিল। আমাদের বৃহত্তর স্বার্থে, দলীয় শৃঙ্খলার স্বার্থে ও ঈগল পাখির বিজয় নিশ্চিতে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে এসেছেন। তাঁরা মার্জিয়া সুলতানাকে সমর্থন দিয়েছেন। তাঁদের সমর্থনে দলের স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হলো।’
এই আসন থেকে এখন ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), তাঁর বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের (কেটলি)। অপর প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির খলিলুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি), সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি) এবং মার্জিয়া সুলতানা (ঈগল)।
উল্লেখ্য, নির্বাচন থেকে সরে দাঁড়ানো আবু সাঈদ শামীম জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হুকুম আলী সাবেক যুবলীগ নেতা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে