প্রতিনিধি

মদন (নেত্রকোনা): ইউএনওর হস্তক্ষেপে নেত্রকোনার মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নেত্রকোনার সদর উপজেলার গরুরহাট এলাকার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মন্জুর (৩৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার স্বামীর বিয়ের জন্য মদন উপজেলায় ওই কিশোরীর বাড়িতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন পালিয়ে যান।
আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে এক হাজার ও ওই কিশোরীর বাবাকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে আমি মেয়ের বাড়িতে যাই। মেয়ের বাবা অঙ্গীকার করেছেন ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবেন না। দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মদন (নেত্রকোনা): ইউএনওর হস্তক্ষেপে নেত্রকোনার মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নেত্রকোনার সদর উপজেলার গরুরহাট এলাকার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মন্জুর (৩৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার স্বামীর বিয়ের জন্য মদন উপজেলায় ওই কিশোরীর বাড়িতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন পালিয়ে যান।
আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে এক হাজার ও ওই কিশোরীর বাবাকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেবেন না বলে মেয়ের বাবার লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে আমি মেয়ের বাড়িতে যাই। মেয়ের বাবা অঙ্গীকার করেছেন ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবেন না। দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে