Ajker Patrika

দুর্গাপুরে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাজেরা খাতুনের প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন। পরে ওই স্বামীও মারা যান। তাঁর প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। হাজেরা বড় ছেলের ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাবার বাড়ি চলে গেলে তাঁকে রান্না করে খাওয়াতেন হাজেরা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আজ শনিবার সকালে ঝগড়া হয়। এ সময় তাঁদের থামাতে গিয়ে হাজেরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য সখিনা খাতুন বলেন, ‘দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। পরে তার মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুই দিকে পাঠিয়ে দেয়। এ সময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যান এবং মারা যান। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত