নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই তাঁর ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ভুক্তভোগী বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বারহাট্টা থানার পুলিশ বলছে, ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বারহাট্টা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় ভুক্তভোগীর নাম বিমল বিশ্বাস (৪৫) এবং গ্রেপ্তার রতন বিশ্বাস (৪৮)। এ দুই সহোদর উপজেলার বাঘমারা গ্রামের রামেরসর বিশ্বাসের ছেলে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন যাবৎ দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বিমল বিশ্বাসের মাথায় দা দিয়ে কোপ দেয় রতন বিশ্বাস। এতে বিমল বিশ্বাসের মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিমলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘এ ঘটনায় বিমল বিশ্বাসের স্ত্রীর করা মামলায় অভিযুক্ত রতন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। দুপরে তাঁকে আদালতে পাঠানো হবে।’

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই তাঁর ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ভুক্তভোগী বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বারহাট্টা থানার পুলিশ বলছে, ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বারহাট্টা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় ভুক্তভোগীর নাম বিমল বিশ্বাস (৪৫) এবং গ্রেপ্তার রতন বিশ্বাস (৪৮)। এ দুই সহোদর উপজেলার বাঘমারা গ্রামের রামেরসর বিশ্বাসের ছেলে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন যাবৎ দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বিমল বিশ্বাসের মাথায় দা দিয়ে কোপ দেয় রতন বিশ্বাস। এতে বিমল বিশ্বাসের মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিমলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘এ ঘটনায় বিমল বিশ্বাসের স্ত্রীর করা মামলায় অভিযুক্ত রতন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। দুপরে তাঁকে আদালতে পাঠানো হবে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৬ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে