নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি।
বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’
ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি।
বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’
ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে