Ajker Patrika

বাসের ধাক্কায় কলেজের প্রভাষক নিহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩: ০৫
বাসের ধাক্কায় কলেজের প্রভাষক নিহত

নেত্রকোনার মদনে বাসের ধাক্কায় সাদেকুল ইসলাম (৪০) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গতকাল সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের মৈধাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, সাদেকুল ইসলাম মোটরসাইকেলযোগে নেত্রকোনা শহর থেকে নিজ বাড়ি খালিয়াজুরীতে যাচ্ছিলেন। নেত্রকোনা-মদন সড়কের মৈধাম নামক স্থানে বিপরীতমুখী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা সাদেকুল ইসলামকে উদ্ধার করে দ্রুত মদন হাসপাতালে নিয়ে যান। সাদেকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, সাদেকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত