নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।
সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে আজ সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।
সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে আজ সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে