নেত্রকোনা প্রতিনিধি

পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।

পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২৭ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে